scorecardresearch

চরম দুঃসংবাদ! প্রয়াত সতীশ কৌশিক, শোকস্তব্ধ অনুপম খের, সুভাষ ঘাইরা

ময়নাতদন্তের জন্য আনা হল অভিনেতার মরদেহ।

Satish Kaushik, Satish Kaushik death, Satish Kaushik dies, Satish Kaushik news, Satish Kaushik funeral, Satish Kaushik films, Bollywood news, সতীশ কৌশিক, প্রয়াত সতীশ কৌশিক, বলিউডের খবর
প্রয়াত সতীশ কৌশিক

প্রয়াত বলিউডের জনপ্রিয় কৌতূকাভিনেতা সতীশ কৌশিক। মাত্র ৬৬ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। বৃহস্পতিবার সাতসকালে এই দুঃসংবাদ জানান সহকর্মী, বন্ধু অভিনেতা অনুপম খের। হোলির পরদিন-ই এক দুঃসংবাদে ঘুম ভাঙল বলিপাড়ার।

বুধবারই হোলি উৎসবে মেতে উঠেছিলেন। আর সেদিন রাতেই চলন্ত গাড়িতে হৃদরোগে আক্রান্ত হন সতীশ কৌশিক। শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় অভিনেতাকে। জানা গিয়েছে, গুরুগ্রামে কারও বাড়িতে দেখা করতে গিয়েছেন সতীশ। সেখান থেকে গাড়িতে করে ফেরার পথেই বিপত্তি!

তড়িঘড়ি ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সতীশকে। তবে তার আগেই মৃত্যু হয় কৌতূকশিল্পীর। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সেখান থেকে দিন দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে আসা হয় সতীশের মরদেহ।

শোকপ্রকাশ করে অনুপম খের জানান, আমি জানি, মৃত্যুই জীবনের চরম সত্য। তবে জীবনেও ভাবতে পারিনি যে, বেঁচে থাকতে আমার প্রিয় বন্ধু সতীশ কৌশিকের জন্য এই লেখাটা লিখতে হবে আমাকে। ৪৫ বছরের বন্ধুত্বে আচমকাই দাড়ি পড়ে গেল। তুমি ছাড়া জীবনটা আর আগের মতো হবে না সতীশ। ওম শান্তি। টুইটারে শোকবার্তা জ্ঞাপন করলেন পরিচালক সুভাষ ঘাইও।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Satish kaushik dies of a heart attack at 66