scorecardresearch

দিনে জাভেদ-শাবানার হোলি পার্টিতে, রাতেই হার্ট অ্যাটাকে মৃত্যু সতীশ কৌশিকের, হল ময়নাতদন্তও

কেউ বিশ্বাস-ই করতে পারছেন না!…

Satish Kaushik, Satish Kaushik death, Satish Kaushik news, Satish Kaushik funeral, Javed Akhtar-Shabana Azmi, Javed Shabana Holi party, bollywood news, সতীশ কৌশিক, প্রয়াত সতীশ কৌশিক, সতীশ কৌশিকের শেষকৃত্য, সতীশ কৌশিকের সিনেমা, জাভেদ আখতার শাবানা আজমি, বলিউডের খবর
জাভেদ আখতার, শাবানা আজমির জুহুর জানকি কুটিরে হোলি পার্টিতে সতীশ কৌশিক

বুধবার রাতে গিয়েছিলেন গুরুগ্রামে ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে দেখা করতে। সেখান থেকে ফেরার পথে গাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন সতীশ কৌশিক। তারপরই মৃত্যু। যে মানুষটা কিনা সকালে হাসিমুখে জাভেদ আখতার, শাবানা আজমির জুহুর জানকি কুটিরে হোলি পার্টিতে সকলের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন, সেদিন রাতেই চলে গেলেন না ফেরার দেশে! কেউ বিশ্বাস-ই করতে পারছেন না সতীশের মৃত্যুর খবর।

বলিউডের জনপ্রিয় কৌতুকশিল্পীর এই আচমকা প্রয়াণ গোটা ইন্ডাস্ট্রিকে একেবারে শোকস্তব্ধ করে তুলেছে। জাভে-শাবানার বসন্ত উৎসবে যে মানুষটা সকলের সঙ্গে রঙের খেলায় মেতে উঠেছিলেন, সেটাই যে তাঁর শেষ পার্টি হবে, কেউ কল্পনাও করতে পারেননি। সেই হোলি পার্টির বেশ কয়েকটা ছবি সতীশ নিজের ইনস্টাগ্রামেও দিয়েছিলেন।

সেখানে একদিকে যেমন পার্টির কর্তা জাভেদের সঙ্গে তাঁকে দেখা গেল, তেমনই আমন্ত্রিত স্টারদেরও সঙ্গেও মজা করে ছবি তুলেছিলেন সতীশ। রিচা চাড্ডা, আলি ফজল থেকে শুরু করে মহিমা চৌধুরির মতো একাধিক তারকাকে দেখে গেল সতীশ কৌশিকের পোস্টে। নবদম্পতি রিচা-আলিকে বিয়ের পর প্রথম হোলির শুভেচ্ছাও জানান তিনি। সতীশের শেষ পোস্ট ভরে গিয়েছে শোকবার্তায়। বিকেল ৫টায় ভারসোভার শ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

[আরও পড়ুন: ‘ধোঁকা দেন’ ভিভ রিচার্ড! অন্তঃসত্ত্বা নীনা গুপ্তাকে বিয়ে করতে চান সতীশ কৌশিক]

সতীশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনুপম খের, নীনা গুপ্তা,নওয়াজউদ্দিন সিদ্দিকি, সুস্মিতা সেন, সুভাষ ঘাই, রিতেশ দেশমুখ থেকে শুরু করে উর্মিলা মাতণ্ডকর, অমিত শাহ, যোগী আদিত্যনাথ-এর মতো একাধিক ব্যক্তিত্বরা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Satish kaushiks last post was from javed akhtar shabana azmis holi party