২৫ দিন পর জেলমুক্ত আরিয়ান, ছেলের জামিনে মন্নতে লিগ্যাল টিম নিয়ে উচ্ছ্বাস শাহরুখের

আইনজীবী সতীশ মানশিন্ডের কথায়, 'সত্যমেব জয়তে।'

আইনজীবী সতীশ মানশিন্ডের কথায়, 'সত্যমেব জয়তে।'

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aryan Khan’s bail plea, Aryan Khan, Bombay HC, Shah Rukh Khan, NCB Drug Case, আরিয়ান খান মাদক মামলা, বম্বে হাইকোর্ট, bengali news today, Satish Manshinde, জামিন পেলেন আরিয়ান, Shah Rukh Khan, শাহরুখ খান, bollywood

ছেলে আরিয়ানের জামিনে মন্নতে লিগ্যাল টিম নিয়ে উচ্ছ্বাস শাহরুখের

শুক্রবার হোক কিংবা শনিবার, মন্নতে ফিরে আসছেন ছেলে আরিয়ান খান (Aryan Khan)। পঁচিশটা দিন আর্থার রোডের জেলে কাটিয়েছেন। তারকা-পুত্র নয়, নিয়মানুযায়ী তাঁর সঙ্গে আর পাঁচ জন কয়েদির মতোই ব্যবহার করা হয়েছে জেলে। বৃহস্পতিবার সমস্ত দীর্ঘশ্বাসের অবসান। চিন্তামুক্ত বাবা শাহরুখ (Shah Rukh Khan)। আর সেই প্রেক্ষিতেই মাদককাণ্ডে আরিয়ানের জামিন পাওয়ার পরই গোটা লিগ্যাল টিমের উচ্ছ্বাস মন্নতের অন্দরমহলে। কিং খানের সঙ্গে ছবি দিয়ে আইনজীবী সতীশ মানশিন্ডের (Satish Maneshinde) মন্তব্য, 'সত্যমেব জয়তে।'

Advertisment

এদিন বম্বে হাইকোর্টে (Bombay HC) জামিনের আবেদন মঞ্জুর হওয়ায় সতীশের মন্তব্য, "শাহরুখ-পুত্র আরিয়ান শেষমেশ আদালতের রায়ে মুক্তি পেয়েছেন। ২ অক্টোবর, যেদিন আটক হয়েছিলেন, সেদিন থেকে আজ অবধি কোনও জোরজারি নয়, কোনও প্রমাণের প্রয়োজন হয়নি, কোনও ছক কষাও হয়নি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে, আমাদের প্রার্থনা শুনে বিচারক নিতীন সাম্বরে আরিয়ানের জামিন মঞ্জুর করেছেন। সত্যমেব জয়তে।"

<আরও পড়ুন: ‘সময়ই ন্যায়-অন্যায়ের হিসেব করে’, আরিয়ানের জামিনে উচ্ছ্বসিত সোনু সুদ, স্বরা দিলেন হাততালি>

publive-image
Advertisment

প্রসঙ্গত, গত পঁচিশটা দিন প্রতি মুহূর্তে টেনশনে কাটিয়েছেন কিং খান। মাদককাণ্ডে ছেলে আরিয়ান জেলে। এযাবৎকাল বন্ধ রেখেছিলেন কাজ। দেশ-বিদেশ সব শুটিং বাতিল করে দিয়েছিলেন। আসলে শাহরুখের কাছে সন্তানরাই তাঁর সবথেকে বড় শক্তি। একাধিরবার ভিন্ন সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। আরিয়ান খান মাদককাণ্ডে জড়ানোর পর থেকে কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। প্রশ্ন উঠেছিল, শাহরুখের শিক্ষা-দীক্ষা রুচি নিয়েও। তবে কোনও কটুক্তির উত্তর দেননি। প্রাসাদোপম মন্নত ছেড়ে জেলে ছেলের ঠিকমতো খাওয়া-দাওয়া হচ্ছে কিনা, সেই চিন্তাও গ্রাস করেছিল সুপারস্টারকে। তাই আর্থার রোডের জেলে দেখা করতে গিয়ে প্রশ্ন করেছিলেন আরিয়ানকে, "ঠিকমতো খাচ্ছ তো?" হাজার হোক বাবার মন। শেষমেশ বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট স্বস্তির রায় দিয়েছে কিং খানকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bombay HC Satish Manshinde Aryan Khan Drug Case Aryan khan