/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/param.jpg)
ব্যোমকেশের বেশে পরমব্রত চট্টোপাধ্যায়।
বাংলাদেশে মুক্তিযুদ্ধের দামামা আর এখানে নকশাল আন্দোলন। সবমিলিয়ে সে এক টালমাটাল পরিস্থিতি। সময়টা আসলে সত্তরের দশক। এই সময়েই শহরে খুন হন হিনা মল্লিক। কিন্তু কেন? আর কীভাবেই বা কিনারা হবে খুনের? এই ছন্দেই এগিয়েছে সায়ন্তন ঘোষালের 'সত্যান্বেষী ব্যোমকেশ'-এর চিত্রনাট্য। সোমবার মুক্তি পেল ছবির ট্রেলার।
শরদিন্দু বন্দ্যোপাধ্যাযের গল্প ‘মগ্ন মৈনাক’ নিয়ে তৈরি হয়েছে 'সত্যান্বেষী ব্যোমকেশ।ছবিতে ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে আর অজিতের ভূমিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ। ছবির সঙ্গীত পরিচালনা করছেন নীল দত্ত।
আরও পড়ুন, সোনুর কণ্ঠে ‘গুমনামী’র প্রথম গান ‘সুভাষজি’
অঞ্জন দত্ত রয়েছেন ছবিতে, ছবির চিত্রনাট্যের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে।‘সত্যান্বেষী ব্যোমকেশ’-এর ক্রিয়েটিভ সুপারভাইজারও তিনিই। আর ব্যোমকেশের চিত্রনাট্যে কীভাবে দর্শক মাতাতে পারেন অঞ্জন সেকথা সর্বজনবিদিত। এর আগে সায়ন্তনের পরিচালনায় ‘যকের ধন’ ছবিতে কাজ করেছেন পরমব্রত। এছাড়াও সায়ন্তনেরই ‘সাগরদ্বীপের যকের ধন’ ছবিতেও দেখা গেছে অভিনেতাকে।
তবে প্রথমবার নয়, এরআগে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে ব্যোমকেশের ওয়েব সিরিজ বানিয়েছিলেন পরিচালক। তবে এই ছবি তৈরির করার কথা জানার পর সায়ন্তন জেনেছিলেন, ব্যোমকেশের ভূমিকায় কাজ করবেন পরমব্রত। ছবিতে হিনা মল্লিকের চরিত্রে দেখা যাবে আয়ুষী তালুকদারকে, রয়েছেন গার্গী রায়চৌধুরীও।
ছবিতে রাজনৈতিকভাবে সচেতন ব্যোমকেশ।কাহিনির প্রেক্ষাপট থেকে পুরো ছবিটার ট্রিটমেন্ট আলাদা হবে একথা আগেই জানিয়েছিলেন নির্মাতারা।সায়ন্তনের পরিচালনায় 'সত্যান্বেষী ব্যোমকেশ' সে আশা জুগিয়েছে। আপাতত ট্রেলার সেই উৎসাহে ভাঁটা পড়তে দেয়নি। বাকিটা জানা যাবে মুক্তির পর।