Advertisment
Presenting Partner
Desktop GIF

Sauraseni Maitra: 'গলার আওয়াজে কাজ না হলে হাত তুলব...', নারী অত্যাচারের বিরুদ্ধে স্পষ্ট জানিয়ে দিলেন সৌরসেনি

RG kar Death: টলিপাড়ার তারকাদের অনেকেই জানিয়েছিলেন তারা থাকবেন এই আন্দোলনে। যারা এসেছিলেন তাদের মধ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মিমি চক্রবর্তী, পর্নো মিত্র, এবং সৌরোসেনি মৈত্রের মতো তারকারা উল্লেখযোগ্য। অভিনেত্রী, শহরের এই বিরাট কর্মসূচিতে ভাগ নিলেন। শুধু তাই নয় আন্দোলনের জোরালো প্রতিবাদের পাশাপাশি প্রশ্ন তুললেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sauraseni Maitra on RG kar medical College incident reclaim the night tollywood news

আর জি কর কাণ্ডে কী বলছেন সৌরসেনি?

শহরের দখল নিয়েছিল মেয়েরা। জানা যাচ্ছে আজ রাতেও আরজি করে মেয়েরা দখল নেবে। নিজেদের উপস্থিতি আরো শক্ত এবং গাঢ় করতে তাদের এই পদক্ষেপ। স্বাধীনতার আগের রাতে শহর যেন অন্যরকম মুহূর্তে সাক্ষী হয়ে থেকেছে গতকাল।

Advertisment

টালিপাড়ার তারকাদের অনেকেই জানিয়েছিলেন তারা থাকবেন এই আন্দোলনে। যারা এসেছিলেন তাদের মধ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মিমি চক্রবর্তী, পর্নো মিত্র, এবং সৌরোসেনি মৈত্রের মতো তারকারা উল্লেখযোগ্য। অভিনেত্রী, শহরের এই বিরাট কর্মসূচিতে ভাগ নিলেন। শুধু তাই নয় আন্দোলনের জোরালো প্রতিবাদের পাশাপাশি প্রশ্ন তুললেন। 

সাধারণ মানুষদের পাশাপাশি তারাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়েছেন গতকাল। সৌরসেনি বললেন, "বুঝতে পারছি মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। তা না হলে আজ যে সমর্থন পাওয়া যেত না। এটা কোন ছাত্র আন্দোলন নয় সাধারণ মানুষের আন্দোলন।" এত বছর ধরে এই নক্কারজনক ঘটনার কোন শেষ পরিণতি নেই। প্রায় এক যুগ আগে নির্ভয়া কাণ্ডের পর ফের কলকাতায় একবার, সেই একই দৃশ্য। নারী নির্যাতন বন্ধ করতে হবে এমনটাই আওয়াজ তুলেছেন এবং সাধারণ মানুষরা।

আরও পড়ুন - Joyjit Banerjee-RG kar: শহরে জ্বলজ্বল করছে কন্যাশ্রী, অনতিদূরে জাস্টিসের জোরালো সুরে বাস্তব দেখালেন জয়জিৎ

অভিনেত্রী বলছেন, "এবার নারী নির্যাতন বন্ধ করতে হবে। আমরা প্রতিবার ভুলে যাই কিন্তু এবার আর ভুলতে দেওয়া যাবে না। নির্ভয়া কান্ড বা হোক কলরবের মতো ঘটনার পরেও মানুষ কি করে চুপ থাকলেন এটাই ভাবায়।"

আর জি কর কাণ্ডে দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং লোকসম্মুখে যেন হয় এমন কথাই জানালেন তিনি। তাঁর কথায়, "নিজের কর্মস্থলে একটি মেয়ে যদি সুরক্ষিত না থাকতে পারে তাহলে আর কোথায় সে সুরক্ষিত? এই মহা সমাবেশ যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, দেখা যাবে ১০ জন মহিলা বলছেন তারা কোন না কোনভাবে হেনস্থার শিকার হয়েছে।" আজ কিংবা কাল নয়, বরং প্রতি রাতের দখল যেন মেয়েদের হাতে থাকে। পিতৃতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই, সেটা বিফলে যেতে যাওয়া যাবে না এমনটাই বলেছিলেন নারীরা। আরজি করে গতকাল রাতে যা হয়ে গিয়েছে, সেখানে সংস্কারের বদলে বর্তমানে সমাজ সংস্কার প্রয়োজন বলে মনে করেন অভিনেত্রী।

সৌরসেনী বললেন, "আজ গলা তুলেছি, কালও গলা তুলব। যতদিন না থামছে, ততদিন পর্যন্ত প্রতিবাদ করব গলা তুলব। যদি গলার আওয়াজে কাজ না হয় তাহলে হাত - ও তুলবো।"

tollywood Entertainment News Souraseni maitra
Advertisment