Sauraseni Maitra - Valentine's week: চলছে প্রেমের সপ্তাহ। এই সময় নাকি ভালবাসা আরও বাড়ে। কিন্তু, তারকাদের কাছে প্রেমের দিবস বলে কি কিছু হয়? কিংবা তাঁদের প্রেম নিবেদন করতে গেলে ঠিক কী কী কোয়ালিটি থাকতে হয়? আজ টলিপাড়ার অন্যতম সুন্দরী সৌরসেনী মৈত্রকে এই নিয়েই জানতে চেয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। কী বলছেন অভিনেত্রী?
সৌরসেনী মৈত্রকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, অভিনেত্রী নিজে মুখে তাঁর সম্পর্কের কথা কোনোদিন বলেননি। বরং, আজকে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে জীবনে প্রেমের প্রস্তাব কয়টা পেয়েছেন কিংবা অল্প বয়সে কিভাবে প্রেম উপভোগ করেছেন, তিনি হাসতে হাসতেই প্রথমে জানিয়ে দেন, যেহেতু তাঁর চারপাশে অনেক ছেলে বন্ধুরা থাকতেন তাই... অভিনেত্রীর কথায় সাফ বোঝা গেল আর পাঁচটা মেয়ের মনের দুঃখ। একথা, অনেকেই বুঝবেন যাদের জীবনে বন্ধুর সংখ্যা বান্ধবীর তুলনায় বেশি তাঁরা ঠিক কী সমস্যার মধ্যে দিয়ে যান।
সৌরসেনি বলেন, "আমার স্কুল জীবন থেকে সব ছেলে বন্ধু বেশি ছিল, সেই কারণে অনেকেই না আমায় ব্রো কোড করে দিত। আমি না সেভাবে সুযোগ পাইনি।" কিন্তু তাঁকে প্রেম নিবেদন করতে গেলে ঠিক কী ধরনের মানুষ হতে হবে সেই নিয়ে কিন্তু বিরাট তালিকা দিয়েছেন অভিনেত্রী। স্বাভাবিক, টলিপাড়ার অন্যতম অভিনেত্রী, এটুকু ক্রাইটেরিয়া তো থাকবেই। মেকাপ করতে করতেই তিনি বলছেন...
"ভীষণ ভাল সেন্স অফ হিউমার থাকতে হবে। ভীষণ দয়ালু মনের একজন মানুষ হতে হবে। হ্যাঁ, কথায় পারদর্শী হতে হবে। তাঁর থেকেও বড় কথা, আমায় মন দিয়ে শুনতে হবে। কারণ, আমি বলতে ভালবাসি। আর হ্যাঁ! যদি তাঁর থেকে সুগন্ধ আসে তাহলে তো আর কথাই নেই। একটু উইটি হলেও ক্ষতি নেই। শাহরুখ খানের মতো, উনি আমার আইডিয়াল। ছোটবেলা থেকেই আমার ক্রাশ শাহরুখ খান। তাঁর ঊর্ধ্বে কেউ নেই।"
ভ্যালেন্টাইনস ডে নিয়ে সবসময় তারকাদের প্ল্যানিং থাকে। কিন্তু অভিনেত্রীর কাছেও কি এই দিনের বিশেষ কোনও প্ল্যানিং আছে? তাঁর সাফ কথা, "কেউ যদি কাউকে সত্যিই ভালবাসে, তাহলে রোজই তো ভ্যালেন্টাইনস ডে। আর তাঁর থেকেও বড় কথা, আসলে যেটা বাঙালির ভ্যালেন্টাইনস ডে সরস্বতী পুজো সেটা তো চলে গিয়েছে।" উল্লেখ্য, অভিনেত্রীর গতবছর যেমন কাজে কেটেছে। এবছরও সেরকম কাজেই কাটবে। একদিকে যেমন সৃজিত মুখোপাধ্যায়ের সত্যি বলে সত্যি কিছু নেই তে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে, তাঁকে দেখা যেতে চলেছে আমার বস সিনেমায়।