আসন্ন পুজো। তাঁর সঙ্গে আসন্ন বাংলা ছবি। একের পর এক বিগ বাজেট ছবি রিলিজ করতে চলেছে এবার। আর পুজোয় রিলিজ মানেই তারকাদের কাছে বিরাট ব্যাপার। অভিনেত্রী সৌরসেনি মিত্র কিন্তু পুজো রিলিজ নিয়ে খুব উত্তেজিত। যদিও, শেষ কিছু মাসে তাঁর অনেক রিলিজ হয়েছে।
আগে বাবলি, এখন শাস্ত্রী এবং পরে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন ছবি। সব মিলিয়ে দারুণ ব্যাপার। কিন্তু তারকা হওয়ার আগে ছোটবেলার পুজো নিয়ে অনেকেরই অনেক স্মৃতি আছে। সেকথাই এবার সৌরসেনি শেয়ার করেছেন সংবাদ মাধ্যমে। পুজো মানেই বাঙালির আবেগ। আর ছোটদের কাছে, কার কয়টা জামা হল, সেই নিয়ে আলোচনা।
কী বলছেন অভিনেত্রী?
অভিনেত্রী জানান, এখন আর পুজোর শপিং আলাদা করে করা হয় না তাঁর। বললেন, "সারাবছর এত শপিং করি এখন, যে আলাদা করে পুজোয় কিছু কেনা হয় না। ছোটবেলায় প্রচুর জামা হত। যত বয়স বাড়ছে তত জামার পরিমাণ কমছে। কিন্তু পুজোতে তাঁর কাজ থাকবে। তাই পুজো পরিক্রমার ছলে ঠাকুর দেখা হয়ে যায়।"
পুজো মানে ছোটবেলার এক গল্প, আর বড় হলে আরেক গল্প। বড় হলে পুজো মানেই পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা আর গল্প। তখন ঘুরে ঘুরে ঠাকুর দেখার ইচ্ছে আসতে ধীরে কমতে থাকে। অভিনেত্রীর কথায়, "যে বন্ধুরা অন্য শহরে কাজ করেন, তাঁরা এই সময় জড়ো হন। ফলে, আড্ডা দেওয়া হয় কিংবা খাওয়া দাওয়া হয়।"
উল্লেখ্য, শাস্ত্রী ছবিতে অভিনেত্রী কাজ করেছেন দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে। তিনি এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জানিয়েছিলেন, দুজনের সঙ্গে যে কাজ করলেন, তাতে এক মুহূর্ত বুঝতেও পারলেন না। এমনকি, এটাও ধরতে পারলেন না, যে তারা এত বড় মাপের অভিনেতা সেটা বুঝতেই পারলেন না।