Saurav-Darshana Romantic Mood: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক। হাসি-আনন্দকে সঙ্গী করে বিয়ের পর একবছর কাটিয়ে ফেললেন তারকা দম্পতি। জীবনের সুন্দর সময়গুলো সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সৌরভ ও দর্শনা। শীতের পারদ যখন কমছে তখন এক চাদরের নীচে আদরে-সোহাগে একেবারে মাখামাখি দুজনে। সেই বিশেষ মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সৌরভ দাস।
দর্শনাকে সবসময়ই আগলে রাখেন সৌরভ। সেই ছবি বারবার ধরা পড়েছে চিত্রসাংবাদিকদের ক্যামেরায়। বিয়ের দিনও দর্শনার কপালে চুমু খেয়েছেন সৌরভ। তবে বেডরুমের মাখমাখ প্রেমের মুহূর্ত প্রকাশ্যে প্রথমবার। নতুন বছরের সকলে কী ভাবে ঘুম ভাঙে সেই ছবিটাই শেয়ার করেছেন সৌরভ। যেখানে কখনও চাদরের নীচে দুষ্টুমি সৌরভ-দর্শনার তো কখনও আবার স্ত্রীর বাহুডোরে মুখ গুঁজে সৌরভ। একসঙ্গে ক্যামেরার দিকে তাকিয়েও পোজ দিয়েছেন সেলেব দম্পতি।
শীতের সকালে সৌরভ-দর্শনার এই দুষ্টুমির সঙ্গে রয়েছে আরও একটি বিশেষ জিনিস। যেখানে তাঁদের সঙ্গে রয়েছেন মা ও বোন। পরিবারে এল নতুন সদস্য। সকলের সঙ্গে সেই খুশি উদযাপন করলেন সৌরভ-দর্শনা। ছেলে-ছেলের বউয়ের এই সারপ্রাইজে আনন্দে চোখে জল সৌরভের মায়ের। নতুন সদস্যটি কে?না, সৌরভ-দর্শনা দুই থেকে তিন হননি। ব্র্যান্ড নিউ গাড়ি কিনেছেন দম্পতি। নতুন গাড়িতে পুরো পরিবারকে ঘোরালেন সৌরভ।
মাকে গাড়ির সামনের সিটে যখন সৌরভ তাঁর মাকে বসাচ্ছেন তখন রুমাল দিয়ে চোখ মুছছেন। সত্যিই তো ছেলের এমন উপহারে কোনও মা খুশি না হয়ে পারে! খোশ মেজাজে গল্প করতেও দেখা যাচ্ছে শাশুড়ি-বউমাকে। নতুন গাড়িতে চেপে ছোট্ট ভিডিও-ও বানিয়েছেন সৌরভের বোন। শহর কলকাতায় ঘোরার কিছু ছবিও শেয়ার করেছেন অভিনেতা। সৌরভ-দর্শনা নতুন গাড়ি কিনতেই শুভেচ্ছায় ভরিয়েছেন প্রিয়জনেরা।