স্বর্গে বসে প্রেমের দর্শন ঠিক করেন দেবতা। তাঁরা ভাবেন মর্ত্যের মানুষ বুঝি সেইভাবেই চলবেন। কিন্তু মর্ত্যে ঘটে ঠিক উল্টোটাই। স্বর্গ ও মর্ত্যের এই টানাপোড়েনের মাঝে গড়ে ওঠে একটি অদ্ভুত সম্পর্ক যার একদিকে রয়েছেন মদনদেব ও অন্য়দিকে এক মহিলা পুরোহিত যে নাকি আবার মনেপ্রাণে নাস্তিক। এমনই একটি মজার গল্প নিয়ে আসছে জি বাংলা সিনেমা অরিজিনালস-- 'হে ভগবান'।
আগামী ২২ ডিসেম্বর জি বাংলা সিনেমা-তে দুপুর ১টায় রয়েছে সম্প্রচার। মুখ্য ভূমিকায় রয়েছেন সৌরভ দাস, রূপসা চট্টোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়। রূপসার চরিত্রের নাম সিমলিপাল মুখোপাধ্যায় বা সংক্ষেপে সিমলি। ছোটবেলায় সে দুর্ঘটনায় বাবা-মা-কে হারিয়েছে। তার পর থেকেই ঈশ্বরের প্রতি যাবতীয় বিশ্বাস হারিয়েছে সিম্পি। কিন্তু ঘটনাচক্রে তাকে পারিবারিক পুরোহিতের পেশায় নিতে হয়।
আরও পড়ুন: কাজের জায়গায় সিনেমা-সাহিত্য নিয়ে আলোচনা করা ভাল: কুয়াশা
আর সেখান থেকেই গল্পের সূত্রপাত। সিম্পি ঈশ্বরের প্রতি তার সমস্ত রাগ উগরে দেয় ভুলভাল পুজোর মন্ত্র পড়ে। সে খেয়াল করে যে বেশিরভাগ পরিবারেই কেউ মন্ত্র-টন্ত্র বিশেষ বোঝে না। তাই তার ভুল মন্ত্র নিয়েও কেউ কিছু বলে না। কিন্তু এই সুখ বেশিদিন সয় না। যাদের জন্য় মন্ত্র পড়া, সেই দেবতারা যথারীতি যারপরনাই কুপিত হন।
তখনই এর বিহিত করতে ডাক পড়ে মদনদেবের। সিম্পিকে শিক্ষা দিতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন মদনদেব। কিন্তু দেবতাদের এই দূত আসল কাজটিই করে উঠতে পারেন না। মর্ত্যের মানুষদের সম্পর্ক কতটা অন্তঃসারশূন্য় সেকথা বুঝতে শুরু করেন। ওদিকে সিম্পির সঙ্গে তার একটা সম্পর্কও তৈরি হয়।
এমনই একটা স্টোরিলাইনের শেষ চমকটা কী হতে পারে, সেটাই দেখার।