Advertisment
Presenting Partner
Desktop GIF

উড়ন্ত বিমানে কেলেঙ্কারি কাণ্ড সৌরভের! সামলালেন যিশু, টলিউড ক্রিকেট ম্যাচে যা ঘটল..

হঠাৎ রেগে গেলেন সৌরভ দাস। সহযাত্রীরা দেখে তাজ্জব! দেখুন..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Saurav Das, actor Saurav Das, Jisshu Sengupta, Tollywood Celeb Cricket match, tollywood news, celebrity Cricket match, সৌরভ দাস, যিশু সেনগুপ্ত, টলিউড সেলেব ক্রিকেট ম্যাচ, টলিউড অভিনেতা, টলিউড তারকা, টলিউডের খবর

সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ থেকে ফেরার পথে সৌরভ দাসের কীর্তিতে শোরগোল টলিপাড়ায়

সম্প্রতি রায়পুরে ছিল সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ। টলিপাড়ার অনেক তারকাই ক্রিকেটপ্রেমী। ম্যাচ দেখতে যেমন ভালবাসেন, তেমনই বাইশ গজের খুঁটিনাটি তথ্য তাঁদের নখদর্পণে। টলিপাড়ার ক্রিকেট ম্যাচেও খেলেন তাঁরা। সেই তালিকায় যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, জিতু কামাল থেকে বনি সেনগুপ্ত অনেকে তারকা নাম-ই রয়েছে। এবার রায়পুর থেকে ক্রিকেট ম্যাচ খেলে ফেরার পথে উড়ন্ত বিমানে আচমকাই রেগে গিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসলেন সৌরভ দাস। যা দেখে ওই বিমানের বাকি সহযাত্রীরাও প্রায় তাজ্জব!

Advertisment

সৌরভ দাসের রসিকতার জুড়ি মেলা ভার! তবে এবার রায়পুর থেকে সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ খেলে ফিরতে গিয়ে হঠাৎ রেগে আগুন অভিনেতা। তারপর যা করলেন, তা দেখেশুনে বাকি টলিপাড়ার তারকারা তো বটেই এমনকী 'হা' হয়ে গেলেন বিমানের সহযাত্রীরাও। উড়ন্ত প্লেনে সিট ছেড়ে আচমকাই মেঝেতে বসে পড়লেন সৌরভ। তাঁর রাগ থামাতে গিয়ে বেগ পেতে হল বাকি তারকাদের! এদিকে সৌরভকে ঠান্ডা করতে বিমানের প্রথমদিকের সিট ছেড়ে উঠে এলেন স্বয়ং যিশু সেনগুপ্ত। কী কাণ্ড! ঠিক কী ঘটেছিল সেদিন?

সৌরভের অভিযোগ, যে যাঁর সিটে বসে পড়ে। শুধু বাকি থাকা সিটেই তাঁকে বসতে দেওয়া হয়। সেটা তাঁর পছন্দ না হলেও উপায় নেই! আর সেই রাগেই প্লেনের মেঝেতে বসে পড়েন সৌরভ। এদিকে জনপ্রিয় অভিনেতার কাণ্ড দেখে তো হতভম্ব বিমান-সেবিকা। যেন বিশ্বাসই করতে পারছেন না তিনি। সৌরভকে ঠান্ডা করতে অন্য সিটে বসার প্রস্তাব দেন বিমানসেবিকা। তবে সেটাও নাকচ করে দেন অভিনেতা। রাগে গজগজ করতে থাকেন। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে নিজের সিট ছেড়ে উঠে আসেন যিশু সেনগুপ্ত। এরপর শান্ত হন 'মন্টু পাইলট'। কী মুশকিল!

<আরও পড়ুন: জয়পুরে কাণ্ড ঘটালেন যশ! নুসরতের হুমকি, ‘দেখে নেব’! ‘কেচালে’ ফোড়ণ মিমির>

আর এই পুরো ঘটনাটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছোটপর্দার অভিনেত্রী প্রীতি বিশ্বাস। আসলে গোটা বিষয়টাই রসিকতা করে করেন সৌরভ। তাঁর ইয়ার্কি-ঠাট্টার অন্ত নেই।

Jeetu Kamal Tollywood Television star tollywood jisshu sengupta Bonny Sengupta tollywood news Saurav Das Entertainment News
Advertisment