হেলমেট না পরলেই ফাইন! কলকাতার রাস্তাঘাটে এমন দৃশ্য খুব একটা অপরিচিত নয়। নিত্যদিন সম্ভবত পুলিশের নজরদাড়িতে এমন অনেক বাইক সওয়ারের পকেটেই ধাক্কা লাগে। এবার কিনা কলকাতা পুলিশের এক কর্তব্যরত কর্মী নিজেই হেলমেট ছাড়া বাইকে সওয়ার.. এমন ঘটনা চোখে পড়তেই ক্যামেরাবন্দি করে ওই পুলিশকে সবক শেখালেন অভিনেতা সৌরভ দাস।
দুর্ঘটনা এড়াতে বাইক আরোহিদের সচেতনার বার্তা দিতে কলকাতা পুলিশের তরফে একাধিক বিজ্ঞান রাস্তাঘাটে, পাড়ার মোড়ে আকছার চোখে পড়ে। বিজ্ঞাপনের ট্যাগলাইনেই লেখা- “হিরোগিরি নয়, হেলমেট মাথায় রাখুন। নিজে এবং নিজের পরিবার-প্রিয়জনকে সুরক্ষিত রাখুন।”
তাছাড়া কলকাতার রাজপথে কিংবা রাজ্যের যে কোনও রাস্তায় ট্রাফিক আইন ভাঙলেই কড়া শাস্তির মুখে পড়তে হয়। আর হেলমেট ছাড়া বাইক চালানোর জরিমানা এক্ষেত্রে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। এবার কিনা কলকাতা পুলিশের এক কর্মীই অন ডিউটি হেলমেট না পরে বাইকে পিছনের সিটে সওয়ারি। তা দেখেই মোবাইলে ক্যামেরাবন্দি করলেন সৌরভ দাস। শুধু তাই নয়, কোনওরকম রেয়াত না করেই ওই পুলিশ কর্মীকে চাঁচাছোলা ভাষায় পাঠও দিলেন অভিনেতা।
সৌরভের এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল। শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “সামনের সারিতে থেকে এভাবেই নেতৃত্ব দিচ্ছে কলকাতা পুলিশ।” ফেসবুকে প্রায় ঝড় তুলে দিয়েছে। সেখানেই ‘মন্টু পাইলট’ অভিনেতাকে প্রশ্ন ছুঁড়তে শোনা গেল, “হেলমেট পরোনি কেন? সবাইকে আটকাও আর নিজেরা হেলমেট পরো না..।” যদিও ওই পুলিশকর্মী কোনওরকম প্রত্যুত্তর করেননি। তবে সৌরভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় একপ্রকার ঝড় তুলে দিয়েছে।
[আরও পড়ুন: টলিউডে নয়া টুইস্ট! অঞ্জন-সৃজিতকে টপকে অন্য পরিচালকে ভরসা ‘ব্যোমকেশ’ দেবের]
টলিউড অভিনেতার এই ভিডিওতে লাইক-কমেন্টের বন্যা একেবারে। সৌরভকে অনেকেই কুর্নিশ জানিয়েছেন এমন বুকের পাটার জন্য। প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি ‘মন্টু পাইলট’-স্টার এখন রেস্তরাঁর ব্যবসাতেও মন দিয়েছেন।