Tollywood News: কী এমন হাতে পেলেন দেবচন্দ্রিমা...? Photograph: (Instagram)
Debchandrima Singha Roy-Sayanta Modak: কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রির বুকে তিনটে মেয়ে মিলে যা কামাল করল, তার প্রশংসা করতে হয়। দ্যা কনফিউজড বক্সের সায়ন্ত মোদকের হাটে হাঁড়ি ভেঙ্গে দিয়েছেন তার প্রাক্তনরা। যদিও বা তারা বার বার জানিয়েছেন, প্রাক্তন শব্দটা শুনতেও তাদের আপত্তি আছে।
Advertisment
সায়ন্ত বারবার একই গেম খেলেছেন। বারবার মেয়েদের কষ্ট দিয়েছেন। যখন ইচ্ছে হয়েছে, তখন সম্পর্কে থেকেছেন, যখন ইচ্ছে হয়েছে, তখন তাকে উপেক্ষা করেছিলেন। কিন্তু আর নয়। কিরণ, দেবচন্দ্রিমা এবং প্রিয়াঙ্কা টেনে মুখোশ খুলে দিয়েছেন সায়ন্তর। একটি ভিডিও বানিয়ে সায়ন্তর উদ্দেশ্যে দেবচন্দ্রিমা বলেছিলেন, যে ক্যামেরা এবং ড্রোন তার কাছে রয়েছে, যেন ফেরত দিয়ে দেন। শুধু তাই নয়, আরও নানা অভিযোগ এনেছিলেন তিনি।
কিন্তু, কিরণ এখন বাইরে আছেন। কলকাতায় নেই। আর তার ড্রোন এবং মাইক অবশেষে ফেরত দিয়েছেন তিনি। কিরণের নাম লেখা একটি পার্সেল, অবশেষে দেবচন্দ্রিমার কাছে এসে দিয়ে গিয়েছেন এক ব্যক্তি। অভিনেত্রীকে আপডেট দিয়ে বলতে শোনা গেল... "কিরণ, দিয়ে গিয়েছে। কলকাতায় এসে আমার কাছ থেকে নিয়ে নিস। আর আপনাকেও ধন্যবাদ, জিনিসগুলো ফেরত দেওয়ার জন্য। কারণ, এগুলো লোকের জিনিস। যাক, আমার ভাল লাগল। কিছু তো একটা ভাল করলেন।"
Advertisment
এখানেই থামলেন না। বরং, নিজের অনুরোধ রাখলেন সায়ন্তর কাছে। তিনি তার ভিডিওতে বাড়িয়ে চড়িয়ে কিছু বলবেন, তার আগেই দেবচন্দ্রিমা বলছেন, আমি জানি উনি অনেককিছু বলবেন তার দর্শকদের। কিন্তু, আশা করব আপনার কাছে মেল এবং নোটিফিকেশন গিয়েছে আমার ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার। সেটা হয়তো করে দেবেন আপনি। আপনার কাছে নোটিশ গিয়েছে সেটা আপনি জানেন। আমার সময় খুব মুল্যবান, এসব ফালতু কাজে নষ্ট করতে চাই না। ভবিষ্যতে আমার একটা পরিবার হবে, আপনার পরিবার আছে, যেন তাদের কোনওভাবে হেনস্থা না হতে হয়, আমার এটুকুই দাবি।"
সমাজ মাধ্যমে একটা প্রশ্ন বারবার উঠেছে, এই ৩টি মেয়ে কী দেখে এই ছেলেটির সঙ্গে প্রেম করল? অভিনেত্রীর নজর এড়ায়নি সেই কথা। তিনি বলছেন, খারাপ লাগছে। আমার ভাল লাগছে না। অবশ্যই আমার ভুল ছিল। রাস্তায় দেখলে হয়তো আমি আপনার দিকে আর তাকাবো না, আপনি তো তাকাবেন-ই না।