শিলাজিতের সঙ্গে সায়ন্তনীর 'টোটাল মস্তি'

Sayantani Guhathakurta, Silajit: সায়ন্তনী গুহঠাকুরতা অনেকদিন ধরেই ফ্য়ান শিলাজিতের। শেষমেশ সুযোগ এসে গেল অন-স্ক্রিন রোমান্সের। শুটিং শুরু নতুন ছবির।

Sayantani Guhathakurta, Silajit: সায়ন্তনী গুহঠাকুরতা অনেকদিন ধরেই ফ্য়ান শিলাজিতের। শেষমেশ সুযোগ এসে গেল অন-স্ক্রিন রোমান্সের। শুটিং শুরু নতুন ছবির।

author-image
IE Bangla Web Desk
New Update
Sayantani Guhathakurta playing opposite Silajit in Total Masti

শিলাজিৎ ও সায়ন্তনী। ছবি: ফেসবুক পেজ থেকে

Sayantani Guhathakurta, Silajit: গায়ক-অভিনেতা শিলাজিৎ আবার বড়পর্দায় এবং কেন্দ্রীয় চরিত্রে। সম্প্রতি শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। আর সেখানেই বাংলার বহু তরুণীর হার্টথ্রব শিলাজিতের সঙ্গে রয়েছে সায়ন্তনী গুহঠাকুরতার অন-স্ক্রিন রোমান্স। ছবির নাম 'টোটাল মস্তি'। ছবির গল্পে অবশ্য শিলাজিতের জীবনে দুই নারী-- এক সায়ন্তনী ও অন্যজন সোনালি চৌধুরী। প্রথমজন গার্লফ্রেন্ড ও দ্বিতীয়জন স্ত্রী।

Advertisment

মডেল-অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা সম্প্রতি তেলুগু ছবির জগতেও ডেবিউ করেছেন। সেটা ছিল একটি হরর কমেডি। তবে হরর কমেডি হলেও লাস্যময়ী অভিনেত্রী হিসেবে তেলুগু ছবিতে বেশ নাম করেছেন তিনি। তাঁর সেই লাস্যময়ী ইমেজেরই প্রতিফলন দেখা যাবে এই বাংলা ছবিতেও। বিত্তশালীর আর্ম-ক্যান্ডি চরিত্র, যে বিবাহিত বড়লোক বয়ফ্রেন্ডের আশেপাশে ঘুর ঘুর করে তার পকেটের জোরের কারণেই।

আরও পড়ুন: বিক্ষোভের মুখে বন্ধ ঋতুপর্ণার ছবির শুটিং

Advertisment

এই বাংলা ছবিটিও কমেডি এবং গল্পের ধাঁচ খুব একটা অপরিচিত নয়। শিলাজিৎ-অভিনীত চরিত্রের ব্যস্ত জীবন এবং অপছন্দের বিয়ে থেকেই গজিয়ে ওঠে একটি বিবাহ-বহির্ভূত সম্পর্ক। বাড়ির বাইরের সেই বান্ধবীর চরিত্রেই দেখা যাবে সায়ন্তনীকে। এই ধরনের সব ছবির শেষেই একটি সোশ্যাল মেসেজ থাকে। আশা করা যায়, এই ছবিও তার ব্য়তিক্রম হবে না। আর যাই হোক বাংলা বাণিজ্যিক ছবি তো আর বিবাহ-বহির্ভূত সম্পর্ককে বাহবা দেয় না।

আরও পড়ুন: টেলিজগতের বকেয়া পেমেন্ট ইস্যু: তিনদিনের মধ্যে এনওসি দেবেন রাণা সরকার

সম্ভবত এই বছরের শেষেই মুক্তি পাবে এই ছবি। এর আগে বেশ অনেকগুলি বাংলা ছবিতে কাজ করেছেন সায়ন্তনী কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে বাংলা ছবি তাঁকে সেভাবে ব্যবহার করেনি। ওদিকে দক্ষিণী ছবিতেই আরও কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। তার মধ্য়েই এসে গেল এই ছবির প্রস্তাব। শিলাজিতের সঙ্গে স্ক্রিন শেয়ার নিঃসন্দেহে একটি দারুণ অভিজ্ঞতা হবে, তাই সেই নিয়ে অত্যন্ত উৎসাহিত অভিনেত্রী।

Bengali Cinema