সক্রিয় রাজনীতিতে নেমেই টিকিট পেয়েছিলেন। প্রথমবারের নির্বাচনী পরিক্ষার্থী হিসেবে চ্যালেঞ্জ নিয়ে প্রচারের ময়দান কাঁপিয়েছেন। কিন্তু বাঁকুড়ার (Bankura) মতো শক্ত পদ্মঘাঁটির পিচে ২মে শেষ হাসি হাসতে পারেননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তবে নির্বাচনে হেরে গিয়েও দমে যেতে রাজি নন তৃণমূল (TMC) শিবিরের প্রতিনিধি। বাঁকুড়া তো বটেই বরং এই দুর্দিনে কলকাতাতেও দুস্থদের সেবা চালিয়ে যাচ্ছেন সায়ন্তিকা। ঘূর্ণীঝড় ইয়াস (Yaas)-এর জন্য ভারী বৃষ্টিতে স্নাত কলকাতা। ঝড়-জলের দিনে দুস্থদের অনেকেরই অন্নসংস্থান দায় হয়ে উঠেছে। তাঁদের পাশেই দাঁড়ালেন তৃণমূলের তারকা সদস্য।
অভিনেত্রী সত্ত্বার বাইরে জননেত্রী হওয়ার জন্য কোনওরকম কসরতই বাকি রাখেননি তিনি। মন অতিমারী সঙ্কটে যেমন বাঁকুড়াবাসীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুল্যান্স, দুয়ারে দুয়ারে অক্সিজেন কিংবা খাদ্যবন্টন পরিষেবা চালু করেছেন। তেমনই এবার তাঁকে দেখা গেল শহরের বেশকিছু এলাকায় গিয়ে দুস্থদের মধ্যে খাবার বিলি করতে।
তবে শুধু ফুটপাথবাসীদের খাবার বিলি করেই ক্ষান্ত থাকেননি সায়ন্তিকা। ভেবেছেন চারপেয়েদের কথাও। বৃষ্টি মাথায় করেই টিমের লোক লোক নিয়ে নিজে হাতে খাবার খাওয়াচ্ছেন পথকুকুরদের। অভিনেত্রীর এমন মানবিক উদ্যোগে মুগ্ধ অনুরাগীরা।
উল্লেখ্য, ২০১৯-এর লোকসভায় পিছিয়ে থাকা আসনকে সায়ন্তিকা খানিক এগিয়ে এনেছেন একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021)। সদ্য রাজনীতিতে হাতেখড়ি হওয়া অভিনেত্রীর কাছে এই গতি নিঃসন্দেহে সাফল্যের চেয়ে কম কিছু নয়। অতিমারিকালে তাই টলিউডের চাকচিক্য থেকে বেরিয়ে সাধারণ মানুষের পাশে ‘দিদির প্রিয় প্রাত্রী’ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।