/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/sayantika.jpg)
সায়ন্তিকাকে কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মদিনে বিশেষ মানুষের কাছ থেকে শুভেচ্ছাবার্তা আশা কে না করেন? আর যখন খোদ মুখ্যমন্ত্রীর কাছ থেকে জন্মদিনের উইশ আসে তখন কি নিজেকে ধরে রাখা সম্ভব?
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অনেক তারকাই। কিন্তু, তিনি অপেক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার জন্য। আর তার প্রিয় দিদিমণি দেরিও করলেন না। সায়ন্তিকার উদ্দেশ্যে কী লিখলেন তিনি?
"প্রিয় সায়ন্তিকা, তোমার জন্মদিনে রইল ভালবাসা-আদর এবং শুভকামনা। আগামীতে আরও সুখ সমৃদ্ধি আসুক এই আশা করব। পরিবারকে নিয়ে ভাল থাকো"। এদিকে, সায়ন্তিকার মুখ্যমন্ত্রীর তরফে এই শুভেচ্ছা পেয়ে আনন্দ ধরছে না। তিনিও লিখলেন, "যেই শুভেচ্ছার জন্য অপেক্ষা করছিলাম। আমার প্রিয় দিদিমণির শুভেচ্ছা।"
আরও পড়ুন - সাফল্য নাকি সিনেমায় সুযোগ? দেবের হাত ধরতেই পরপর অফার ফিরিয়ে চলেছেন সৌমিতৃষা!
Most Awaited Birthday Wish..
Thank you for your Blessing Didimoni🙏🏻 @MamataOfficialpic.twitter.com/06wAXaoSXz— Sayantika Banerjee (@sayantika12) August 12, 2023
কিছুদিন আগেই সায়ন্তিকার হাতে মহানায়ক সম্মান তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরও ট্রোল কম হয়নি। সায়ন্তিকার ইন্ডাস্ট্রিতে অবদান কিই বা রয়েছে, এই নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সিনেমাতেও এখন খুব একটা দেখা যায় না তাকে। আপাতত, রাজনীতির ময়দানে দায়িত্ব সামলাতে ব্যাস্ত তিনি।