/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/sayantika.jpg)
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চর্চা
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাঁকুড়ায়। অন্ডা স্টেশনের কাছেই ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছেন সেখানকার তৃণমূলের যুগ্ম সম্পাদিকা - অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়। তারপরেও দর্শকদের রোষানলে অভিনেত্রী। কী হল হঠাৎ?
লাইনচ্যুত বগি, উল্টে পড়ে রয়েছে ট্রেনের ইঞ্জিন। মালগাড়ি হওয়ার দরুণ প্রাণহানি ঘটেনি কারওর। তারপরেও দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন সায়ন্তিকা। খতিয়ে দেখছেন সবকিছুই। এলাকা পরিদর্শনের সময় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই রেগে আগুন নেটপাড়া। দায়িত্ব পালন করতে গিয়েছেন নাকি লোক দেখাতে? প্রশ্ন উঠছে এমনই।
পরনে সাদা পোশাক, মিডিয়া, লোক দেখানো কাজ করছেন সায়ন্তিকা? নেত্রীকে তুলোধোনা দর্শকদের। শকুনের রাজনীতি করতে গিয়েছেন তিনি? নাকি সাহায্য করতে? অভিনেত্রী, সকাল হতেই গিয়েছিলেন সেখানে। রেল মন্ত্রকের কাছে অনুরোধ করেছেন তাড়াতাড়ি কাজ করার জন্য। কিন্তু, ছবি তুলে পোস্ট করার বিষয়টিকে একেবারেই ভাল চোখে দেখেননি কেউ। সাদা পোশাক পড়লেও সব পরিষ্কার হয়ে যায় না... এমনও দাবি করেছেন অনেকে।
সামনে ভোট, সবই ফুটেজের জন্য? অভিনেত্রীকে তুলোধোনা করে তাঁরা বললেন, গিয়ে পোজ দিলেই হল? আবার কেউ বললেন, একটুও ভাল কাজ করছেন না। লজ্জা লাগা উচিত। আবার কেউ বললেন, কিছু বোঝেন? গিয়েছেন যে ওখানে। সস্তার রাজনীতি না করে, কারওর উপকারে আসলেই ভাল..যদিও এ প্রসঙ্গে অভিনেত্রী নিজেও নিজে কোনও উত্তর দেন নি।