/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/sk1.jpg)
Sayantika news- কী করতে চলেছেন সায়ন্তিকা? ছবি-ইনস্টা
Sayantika Banerjee Valentine's Day: প্রেমের দিন আসছে। আর তাঁর সঙ্গে মন খারাপের মুহূর্ত আসছে সিঙ্গেলদের। তারা যে কী করতে চলেছেন আগামী দিনে তাঁরাই জানেন। তবে, সায়ন্তিকা বন্দোপাধ্যায় ভালবাসার দিন যে কী করতে চলেছেন, সেটা সাফ জানিয়ে দিয়েছেন।
একেই অভিনয় জীবন, রাজনীতি সামলে তিনি নিজের জন্য ব্যাক্তিগত সময় পাচ্ছেন না। তাঁর মধ্যে কিছুমাস আগেই তাঁকে এবং বাংলাদেশের জায়েদ খানকে ঘিরে নানা শোরগোল হয়। দুজনের মধ্যে নানা সম্পর্কের শুরু হয়েছে, এমন ইঙ্গিত পর্যন্ত মিলেছিল। তবে, সেই সব অভিযোগ তিনি হাওয়ায় উড়িয়েছেন। অপরদিক থেকেও মিলেছে সেরকমই খবর। জায়েদ নিজেই সায়ন্তিকা যে নির্দোষ সেই কথা জানিয়েছিলেন।
আর, এবার অভিনেত্রী সাফ জানিয়ে দিলেন তিনি ঠিক কী করতে চলেছেন ১৪ই ফেব্রুয়ারি। সোশ্যাল মিডিয়ায় তিনি যা পোস্ট করলেন, তাতে একজোট হলেন বেশিরভাগ। সায়ন্তিকা একটি মিম পোস্ট করলেন। যাতে দেখা যাচ্ছে, দুই প্রেমিক প্রেমিকা মিলে মাঠের ধারে বসে আছেন। এবং তাদের একজন জুতো ছুঁড়ে মারতে যাচ্ছেন। সেই মিম শেয়ার করেছেন সায়ন্তিকা।
আরও পড়ুন - Saheb-Sushmita : রোমান্টিক দৃশ্যে জোরালো ‘ব্যথা’ পাচ্ছেন সুস্মিতা! গোপন কথা ফাঁস করলেন সাহেব
অভিনেত্রী লিখছেন, এটাই আমার ক্লিয়ার কাট মনের কথা। তাঁর মানে, প্রেমের বিশেষ দিনে এই কাজ করতে চলেছেন তিনি? অভিনেত্রীর এমন দাবি দেখে একদল তাঁকে সমর্থন করেছেন। তাদের বেশিরভাগের বক্তব্য, আমরাও আপনার সঙ্গে আছি। আবার কেউ বললেন, আমাদের তরফেও এমন কিছুই হতে চলেছে। আবার কারওর কথায়, আমি তো ঘুমাব। আপনিও তাই করুন।
প্রসঙ্গত, এখন বেশিরভাগ সময় তিনি বাঁকুড়াতেই সময় কাটান। রাজনীতিতে বেশি সময় যাপন করেন। ডিসেম্বরে, তাঁর নতুন ছবির শুটিংয়ের জন্য বাংলাদেশে যাওয়ার কথা থাকলেও তিনি সেইকাজে যাননি। টলিউডে সেইভাবে এখন কাজ করতে দেখা যায় না তাঁকে। আর বাংলাদেশের ছবি কবে রিলিজ করবে সেটাই অপেক্ষার।