বাংলাদেশে শুটিং করতে গিয়েও রক্ষে নেই! সায়ন্তিকা বন্দোপাধ্যায় ফিরে এলেন শুটিং ফ্লোর ছেড়ে। কারণ? এক গুরুতর কারণেই নাকি তিনি জায়েদ খানের ছবির শুটিং ফ্লোর ছেড়ে দেশে ফিরে এসেছেন। কানাঘুষো, খবর ফ্লোরে নাকি শ্লীলতাহানি.. .
Advertisment
খবর রটেছিল, টলিউডে কাজ পাচ্ছিলেন না সেকারণেই বাংলাদেশে পরপর দুটি ছবি সাইন করেছিলেন তিনি। জায়েদ খানের বিপরীতে টাইগার ছবির শুটিং শুরু করার কথা ছিল ডিসেম্বরে। কিন্তু, তাঁর আগেই হয়ে গেল অঘটন। সায়ন্তিকার আরও পরে ফেরার কথা ছিল। কিন্তু, তিনি তাঁর আগেই ফিরে এসেছেন। সূত্রের খবর, অভিনেত্রী জানিয়েছেন, ছবির কোরিওগ্রাফারের উদ্দেশ্য মোটেই ভাল ঠেকেনি তাঁর।
এতদিন ধরে কাজ করছেন, ইন্ডাস্ট্রির অন্দরে আজ অবধি সায়ন্তিকাকে নিয়ে এসব কিছুই শোনা যায় নি। তাহলে হঠাৎ, অন্যদেশে গিয়ে কেন একথা বলছেন তিনি? সূত্রের খবর, শুটিংয়ের প্রথম দিন থেকে সব ঠিক চলছিল। তবে, গানের শুটিং চলাকালীন কোরিওগ্রাফারের বিরুদ্ধে অকারণে বারবার স্পর্শ করার অভিযোগ এনেছেন তিনি। যদিও, এইঘটনা ছবির প্রযোজনা সংস্থার কাছে অজানা। পরিচালক থেকে কেউই কিছু বলেননি।
সায়ন্তিকার অভিযোগের কারণ ঠিক কী এখনো বুঝতে পারছেন না কেউই। মাইকেল, যিনি ছবির কোরিওগ্রাফার তিনি জানিয়েছেন, নাচের কারণে কিছু স্টেপ বোঝানোর সময় হঠাৎ করেই সায়ন্তিকার হাত ধরার প্রয়োজন পরে। আর নায়িকা তখন তাঁকে মুখে বুঝিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু, অসুবিধা হলে মুখে বলেননি কেন? এই প্রশ্নই রেখেছেন তিনি।
অনেকদিন পর বড়পর্দায় কাজ। দীর্ঘদিন, তিনি রাজনীতির কাজে ব্যস্ত ছিলেন। সায়ন্তিকা পেশাদার অভিনেত্রী। কাছের মানুষরা দাবি করেছেন, এহেন কোনও ঘটনাই ঘটেনি। তবে, শোনা যাচ্ছে, অভিনেত্রী বলেছেন কোনোভাবে মাইকেল থাকলে তিনি এই ছবিতে কাজ করবেন না।