Sayantika Banerjee RG kar protest: যেভাবে তিনি গিটার বাজাচ্ছেন, তাতে চমকে উঠেছেন সকলে। আন্দোলনের মঞ্চে গান হবে একথা অজানা নয়, কিন্তু বাদ্যযন্ত্র নিয়ে এহেন সমালোচনার মুখাপেক্ষী হওয়া, নিতান্তই সঠিক বলে মনে করছেন না সাধারণ মানুষ।
সায়ন্তিকা বন্দোপাধ্যায় গান গাইছেন, গিটার বাজাচ্ছেন... আর জি করে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে তিনি অবস্থান বিক্ষোভের পাশাপাশি যা যা করছেন, তাতে সমালোচনার শিকার হচ্ছেন।
Advertisment
তিনি এখন শুধু অভিনেত্রী না। বরং বিধানসভা উপ নির্বাচনে তিনি জিতে এসেছেন। ফলে, আহ্বানের ডাক দিয়েছেন তিনিও। কিন্তু যে উপায়ে তিনি আন্দোলন করছেন, তাতে অনেকেই তাঁকে নিয়ে খোরাক করছেন। যেভাবে তিনি গিটার বাজাচ্ছেন, তাতে চমকে উঠেছেন সকলে। আন্দোলনের মঞ্চে গান হবে একথা অজানা নয়, কিন্তু বাদ্যযন্ত্র নিয়ে এহেন সমালোচনার মুখাপেক্ষী হওয়া, নিতান্তই সঠিক বলে মনে করছেন না সাধারণ মানুষ।
সায়ন্তিকা গান গাইছেন, গিটার বাজাচ্ছেন। মানুষ তাঁর প্রতিবাদ করে বলছেন, ঢং করছেন কেন। আবার কেউ বলছেন, লজ্জা করে না, এভাবে প্রতিবাদ এবং বাদ্যযন্ত্র দুটির অপমান করছেন। আর, এদিকে তাঁকে এহেন গান গাইতে দেখে আওয়াজ তুলেছেন জিতু কামাল। তিনি বলছেন...
"এটা বড্ড দৃষ্টকুটু। এক সময় বাংলার রাজনীতির দিকে গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকতো। স্বাধীনতা আন্দোলনেও বাংলার রাজনীতির ভূমিকা ছিল অগ্রণী। আজও ২০২৪ এ বাংলার রাজনীতির ব্যক্তিদের নিয়ে আলোচনা হয়। কিন্তু এগুলো কি..পেছনে বসে থাকা মা-বোনেরাও কী মানতে পারছেন?? যে বা যারা টিকিট দিলেন, একবারও ভাবলেন না! ওঁর স্বাদ, ওঁর শখ,ওঁর রাজনৈতিক জ্ঞান সম্বন্ধে???"
এখানেই শেষ না। বাংলার রাজনীতির সূর্যাস্ত হচ্ছে, এমনটাই মনে করছেন জিতু। অভিনেতা আরও বলছেন, "কোথায় নিয়ে যাচ্ছেন বাংলার রাজনীতিকে! ট্রাজেডি না কমেডি, বিরহ না আনন্দ! অনুভূতিটা বুঝতেই পারছি না!"
মেয়েরা মেয়েদের হয়ে পথে নেমেছেন এই বিষয়টা খুব সাধারণ। কিন্তু পুরুষদের অনেকেই পথে নেমেছেন। তারপরেও, দেশ জুড়ে নানা ক্রাইম হতেই থাকছে। থামার নাম নেই। একের পর এক ঘটনায় নানা প্রশ্ন উঠে আসছে বারবার।