জায়েদ খানের জীবনে বিতর্ক একটু হলেও কমেছে? নাকি সায়ন্তিকা নামের সঙ্গোদ তাঁকে আরও মুশকিলে ফেলছে? যদিও, তাঁর বক্তব্যের জেরে তিনি সবসময় আলোচনায় থাকেন। এবারও ব্যতিক্রম না।
Advertisment
কিছুদিন, আগেই তাঁকে এবং সায়ন্তিকা প্রসঙ্গে চর্চা ছিল দুই বাংলা জুড়ে। তারপর, প্রযোজক সূত্রে জানা যায়, তিনি এপার বাংলার এই নায়িকার সঙ্গে আর কাজ করতে ইচ্ছুক নন। যদিও, আলোচনা ছিল তুমুল পর্যায়ে। দুই তারকার ব্যাক্তিগত সম্পর্কের জেরে নানা কটাক্ষ শুনতে হয় তাঁদের। যদিও, জায়েদ খান জানিয়েছিলেন, সায়ন্তিকা এবং তাঁর এই বিষয়ে কোনও দোষ নেই।
তবে, এসবের জেরে তাঁদেরকে নেতিবাচক নানা কথা শুনতে হয়েছে। কিন্তু ওপার বাংলার শিল্পীর বক্তব্য, মেয়েরা তাঁর সঙ্গে কিংবা প্রসঙ্গে খারাপ কথা বলেন না বরং বাজে মন্তব্য বেশি আসে ছেলেদের পক্ষ থেকে। তাঁর ইনবক্স নাকি ছেলেদের কটু কথায় ভর্তি। কিন্তু এর কারণ? ব্যাখ্যা করলেন অভিনেতা নিজেই।
জায়েদ খান বাংলাদেশের সুপারস্টার। সায়ন্তিকা বলেছিলেন, মেয়েরা তারপাশে ঘুরবে এটাই তো স্বাভাবিক। যদিও, সেই দেশের মানুষদের বক্তব্য অনুযায়ী জায়েদ সেখানকার ফ্লপ নায়ক। কিন্তু অভিনেতা তাঁর নারী অনুরাগীর সংখ্যা বেশি হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেদের রাগের কারণ নিজেই বললেন...
তার কথায়, আসলে মেয়েরা আমায় পছন্দ করেন। ভালবাসেন। কেউ কেউ আমায় জীবন সঙ্গী হিসেবেও চান। আমার ছবি রাখেন নিজের মোবাইলে। সেকারণেই হয়তো ছেলেরা বা তাদের স্বামীরা আমায় পছন্দ করেন না। এমনকি গালিগালাজ পর্যন্ত করেন। জায়েদ খানের সঙ্গে ছবি সাক্ষর করেন সায়ন্তিকা। তখন তাঁর কাণ্ডের চোটে বাংলাদেশের অনুরাগীরাও বেশ হতচকিত হয়ে যান।
উল্লেখ্য, সেই ঘটনার রেশ আজ কমলেও অনেকেই আজও দুই তারকার সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেন। এমনকি তাঁদের কাজ নিয়েও নানা কথা জানতে চান। কিন্তু, আদৌ ডিসেম্বরে যে ছবির শুটিং শুরু হওয়ার কথা তাতে সায়ন্তিকা থাকছেন কিনা এটাই বড় প্রশ্ন।