Screen Awards 2025: বলিউড তারকা ও ইউটিউব ক্রিয়েটরদের মিলনমেলা: ইন্ডিয়ান এক্সপ্রেসের উদ্যোগে ফিরছে স্ক্রিন অ্যাওয়ার্ডস

Screen Awards 2025: চলচ্চিত্রপ্রেমীদের জন্য এ বছরের স্ক্রিন অ্যাওয়ার্ডস তাই শুধু একটি পুরস্কার বিতরণী নয়, বরং এক অনন্য ডিজিটাল উৎসবে পরিণত হতে চলেছে।

Screen Awards 2025: চলচ্চিত্রপ্রেমীদের জন্য এ বছরের স্ক্রিন অ্যাওয়ার্ডস তাই শুধু একটি পুরস্কার বিতরণী নয়, বরং এক অনন্য ডিজিটাল উৎসবে পরিণত হতে চলেছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
screen-awards-2025

ফিরছে স্ক্রিন অ্যাওয়ার্ডস

ডিজিটাল যুগকে সামনে রেখে, ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ এ বছর ইউটিউবের সহযোগিতায় ঐতিহ্যবাহী স্ক্রিন অ্যাওয়ার্ডস নতুন রূপে ফিরিয়ে আনছে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের যে কেউ বিনামূল্যে অনলাইনে এই অনুষ্ঠান দেখতে পারবেন।

Advertisment

প্রথমবারের মতো, বলিউডের শীর্ষ তারকারা ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে এক মঞ্চে আসবেন। তিন মাস ব্যাপী এই উৎসব জুড়ে থাকবে রেড কার্পেট শো, পর্দার আড়ালের এক্সক্লুসিভ কনটেন্ট, নির্মাতাদের বিশেষ গল্প বলার আয়োজন এবং ভক্তদের সরাসরি যুক্ত হওয়ার সুযোগ। বিজয়ীদের নির্বাচন করবে স্ক্রিন একাডেমি- চলচ্চিত্র নির্মাতা, শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গঠিত সংস্থা।

ইউটিউব ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর গুঞ্জন সোনি বলেন, “স্ক্রিন অ্যাওয়ার্ডসের ডিজিটাল হোম হতে পেরে আমরা রোমাঞ্চিত। ইউটিউব এমন এক জায়গা যেখানে কোটি কোটি ভক্ত তাদের পছন্দের বিনোদনের সঙ্গে সংযুক্ত হয়। এবার তারা সিনেমার সবচেয়ে বড় রাতকে আরও নিমগ্নভাবে উপভোগ করতে পারবেন। বলিউডের সেরা তারকা আর ইউটিউবের সেরা ক্রিয়েটরদের একত্রিত করে আমরা ভক্তদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করছি।”

Advertisment

কমস্কোরের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ১৮ বছর বা তার বেশি বয়সী প্রতি ৫ জনের মধ্যে ৪ জনের কাছে ইউটিউব পৌঁছে গেছে। শুধু ২০২৪ সালেই ইউটিউবে প্রতিদিন ৭.৫ বিলিয়নের বেশি বিনোদনমূলক ভিডিও দেখা হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কা বলেন, "ভারতীয় সিনেমা এমন একটি মঞ্চের দাবিদার যা কেবল বক্স অফিস সাফল্যের বাইরে সৃজনশীলতাকে উদযাপন করে। আমাদের গল্পকাররা ১.৪ বিলিয়ন মানুষের স্বপ্ন বহন করেন, যা ঐতিহ্যের শিকড়ে গাঁথা এবং ভবিষ্যতের দিকে একধাপ এগিয়ে। স্ক্রিন অ্যাওয়ার্ডস সেই চেতনাকে স্যালুট করবে।”

কিউরেটর প্রিয়াঙ্কা সিনহা ঝা জানান, "১৯৯৫ সালে যাত্রা শুরু করা স্ক্রিন অ্যাওয়ার্ডস ভারতের প্রথম জুরি-ভিত্তিক চলচ্চিত্র পুরস্কার। অস্কারের ধাঁচে আয়োজনের দিক থেকেও এটি পথিকৃত। বহু সুপারস্টার তাদের প্রথম বড় স্বীকৃতি এখানে পেয়েছেন। এবার স্ক্রিন একাডেমি ও ইউটিউবের সহযোগিতায় আমরা আবারও এক নতুন ইতিহাস গড়ছি, যাতে ভারতের সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানজনক পুরস্কার অনুষ্ঠানকে যুগোপযোগী রূপে উপস্থাপন করা হবে।" 

চলচ্চিত্রপ্রেমীদের জন্য এ বছরের স্ক্রিন অ্যাওয়ার্ডস তাই শুধু একটি পুরস্কার বিতরণী নয়, বরং এক অনন্য ডিজিটাল উৎসবে পরিণত হতে চলেছে।

Entertainment News Entertainment News Today