Advertisment
Presenting Partner
Desktop GIF

‘ভারত জেহাদি রাষ্ট্র’, মন্তব্য কঙ্গনার! অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের রাষ্ট্রদোহ মামলা

Kangna Ranaut: জানা গিয়েছে, অভিনেত্রীর বিরুদ্ধে ১২৪-এ, ৫০৪ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের হয়েছে।  

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kangana Ranaut, plea against Kangana Ranaut, Kangana Ranaut social media post, Bollywood, SC, কঙ্গনা রানাউত, কঙ্গনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, কঙ্গনার সোশ্যাল মিডিয়া, bengali news today

কঙ্গনা রানাউত

Kangna Ranaut: বিতর্ক এবং কঙ্গনা রানাউত সাম্প্রতিক সময়ে সমার্থক। আলটপকা মন্তব্য করে বিতর্কে যতবার তিনি ঘি ঢেলেছেন, দেশের একাধিক শহরে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। এবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহ ধারায় মামলা। এক্ষেত্রে কাঠগড়ায় তোলা হয়েছে ‘ভারতকে জেহাদি রাষ্ট্র’ বলে দাগিয়ে দেওয়া অভিনেত্রীর সাম্প্রতিক মন্তব্যকে। গুরু নানকের জন্মদিনে কেন্দ্রের তিনটি কৃষক আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন নরেন্দ্র মোদি। তারপরেই এই সিদ্ধান্তে ‘বিরক্ত’ অভিনেত্রী ‘ভারতকে জেহাদি রাষ্ট্র’ ঘোষণা করে ইনস্টাগ্রামে পোস্ট করেন। আর একে হাতিয়ার করেই আসরে কংগ্রেস।

Advertisment

দলের অভিযোগ, ‘কঙ্গনা রানাউত পরিচিত অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৭ মিলিয়নের বেশি। এই অবস্থায় তাঁর দায়িত্বজ্ঞানহীন, উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যে দেশের গণতন্ত্রের প্রতি বিরূপ প্রভাব পড়তে পারে।‘ তাই বিহিত চেয়ে আইনের দ্বারস্থ হয়েছে যুব কংগ্রেস। জানা গিয়েছে, অভিনেত্রীর বিরুদ্ধে ১২৪-এ, ৫০৪ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের হয়েছে।  

 সম্প্রতি ভারতের স্বাধীনতা আন্দোলন এবং মহাত্মা গান্ধির অহিংস নীতির বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন অভিনেত্রী। ১৯৪৭-এ পাওয়া স্বাধীনতাকে তিনি ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করেছিলেন। এমনকি, গান্ধিজির অহিংস নীতির সমালোচনায় সরব বলিউডের ক্যুইন। এই পরিবেশে কঙ্গনার বিরুদ্ধে দায়ের রাষ্ট্রদোহ মামলায় বেশ বিপাকে পড়লেন তিনি। এমনটাই মনে করছেন সিনে সমালোচকরা।

ঠিক কী বলেছিলেন অভিনেত্রী? অভিনেত্রীর মন্তব্য, “ভীষণই দুঃখজনক। লজ্জাজনক এবং মোটেই ভাল হল না এটা। সরকারকে নাম মেনে রাস্তার লোকেরা যদি এবার আইন বানাতে শুরু করে, তাহলে এরা তো জিহাদির সমান। শুভেচ্ছা রইল সেসব লোকেদের যাঁরা এটাকে এভাবেই দেখতে চাইছিলেন।” কঙ্গনার এমন বেঁফাস মন্তব্যে স্বাভাবিকভাবেই ফের সরগরম নেটদুনিয়া।

কঙ্গনা আরও যোগ করেন, “যখন দেশের চেতনা ঘুমোয়, তখন লাঠিই একমাত্র পথ ঠান্ডা করার জন্যে। নাহলে এদের থামানোর জন্য প্রয়োজন স্বৈরাচারতন্ত্রের..।”

এদিকে, অভিনেত্রী কঙ্গনা রানাউত সবসময় বিতর্কে থাকতে ভালবাসেন এই বিষয়টি এখন সকলের কাছে পরিষ্কার। নানান সময়ে বেফাঁস মন্তব্য করেই তিনি হেডলাইনে থাকতে পছন্দ করেন। সবসময় দেশভক্তি নিয়ে নানান জ্ঞান কপচালেও এবার কিন্তু আলাদারকম ফেসেছেন তিনি। স্বাধীনতা নাকি ভিক্ষায় পেয়েছে ভারতবর্ষ, এই মন্তব্যের পর থেকেই সরগরম সোশ্যাল মিডিয়া। 

প্রচুর মানুষ তার বিরোধিতা করেছেন। কেউ কেউ তাকে দেশ থেকে বহিস্কার করার উল্লেখ পর্যন্ত করেন। এবার সেই প্রসঙ্গেই মতামত পোষণ করেছেন গীতিকার জাভেদ আখতার। টুইট করেই মোক্ষম জবাব দিয়েছেন তিনি। বলেন, “এটি সম্পূর্ণ বোঝার বিষয়, যাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কোনওরকম সম্পর্ক নেই, তাদের কারওর কোনও মন্তব্যে আমাদের খারাপ লাগাই উচিত নয়”। সহজ ভাষায় মিষ্টি মুখেই বিরোধিতার সুর চড়িয়েছেন জাভেদ সাহেব। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS Kangna Ranaut Sedition Charge Farm Laws Remark against India
Advertisment