scorecardresearch

কান-এর রেড কার্পেটে হুলুস্থূল! অর্ধনগ্ন ইউক্রেনীয় মহিলার চিৎকার ‘ধর্ষণ বন্ধ করুন’

কান ফিল্ম ফেস্টিভ্যালে আজব কাণ্ড! অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ মহিলার।

Semi naked Protester in Cannes, Cannes Film festival, কান ফিল্ম ফেস্টিভ্যাল, কান-এর মঞ্চে অর্ধনগ্ন মহিলা, ইউক্রেনীয় মহিলার প্রতিবাদ কান ফিল্ম ফেস্টিভ্যালে, bengali news today
কান ফিল্ম ফেস্টিভ্যালে অর্ধনগ্ন মহিলার প্রতিবাদ

শুক্রবার কান ফিল্ম ফেস্টিভ্যালে হুলুস্থূল কাণ্ড! বিশ্বের জনপ্রিয় চলচ্চিত্র উৎসবের মঞ্চেও পৌঁছে গেল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কষ্টের কাহিনি। পৌঁছে দিলেন এক মহিলা। রেড কার্পেটে যেখানে দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা ফ্যাশনিস্তা অবতারে পাপ্পারাজিদের ক্যামেরার সামনে একের পর চোখ ঝলসানো ডিজাইনার পোশাকে পোজ দিচ্ছিলেন, তখন আচমকাই এক অর্ধনগ্ন মহিলার প্রবেশ। শুধু তাই নয়, ইউক্রেনের জাতীয় পতাকার রংয়ে বডিপেইন্ট। অন্তর্বাসে রক্তাক্ত ছাপ। কানের মঞ্চে ওই মহিলার আর্তনাদ- “আমাদের ধর্ষণ করা বন্ধ করুন।” এমন কাণ্ড দেখে তো হতবাক প্রত্যক্ষদর্শীরা।

ঠিক কী কাণ্ড ঘটিয়েছিলেন ওই মহিলা? নিজের গাউন ছিঁড়ে ফেলে ইউক্রেনের পতাকার নীল-হলুদ রঙের বডিপেইন্ট প্রকাশ্যে আনেন তিনি। সেখানেই বার্তা দেওয়া- ইউেক্রেনর মহিলাদের ধর্ষণ করা বন্ধ হোক। তহে নজর কাড়ে অর্ধনগ্ন মহিলার দেহের নিম্নাংশ। অন্তর্বাস-নিতম্বে লাল রংঙের হ্যান্ডপ্রিন্ট, যা দেখে নিঃসন্দেহে যে কেউ রক্ত ভেবে ভুল করবেন।

[আরও পড়ুন: ‘টাকা নয়, মেয়ের মৃত্যুর বিচার চাই’, করুণ আর্তি পল্লবীর বাবার]

অজ্ঞাত পরিচয় এই মহিলার কাণ্ড দেখে তো হতবাক পাপ্পারাজিরা। তড়িঘড়ি শাটার ক্লিক করতেও ভুললেন না তাঁরা। আর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সেই সমস্যার এহেন বেনজির প্রতিবাদের ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল। তবে উদ্যোক্তাদের নির্দেশে অর্ধনগ্ন ওই মহিলাকে অবশ্যে ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষীরা জ্যাকেটে মুড়ে রেড কার্পেচের বাইরে নিয়ে চলে আসেন।

প্রসঙ্গত, ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে যখন থ্রি থাউসেন্ড ইয়ারস অফ লঙ্গিং-এর প্রিমিয়ার চলছিল, তখনই ওই কাণ্ড ঘটিয়ে বসেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Semi naked protester painted in ukraine colours ejected from cannes red carpet