/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/madhuri-7591.jpg)
সিনেমার পর্দা নয়, অন্য ছবির শ্যুটিং ফ্লোরে পুরোনো হিট নাম্বারে কোমর দোলালেন মাধুরী দীক্ষিত ও রেনুকা সাহানে। তফাৎ শুধু চব্বিশ বছরের। সুরজ বরজাতিয়ার ‘হাম আপকে হ্যায় কৌন’-এর কথা মনে থাকবে নিশ্চয়ই। আর সেই সিনেমার লো চলি ম্যায় গানে দিদি-বোনের নাচ। এবার সেই গানেই প্রায় চব্বিশ বছর পর একসঙ্গে নাচলেন এই ডুয়ো। বাকেট লিস্টের শ্যুটিং ফ্লোরে দেখা গেল এমনই দৃশ্য।
বাকেট লিস্টের শ্যুটিং চলাকালীন কোনও এক টিম মেম্বার এই গানটি চালিয়ে দেন। ব্যস, সঙ্গে সঙ্গেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মাধুরী ও রেণুকা। তারপর কী হল? ধরা রয়েছে ভিডিওতে-
'Lo chali' @MadhuriDixit aur @renukash, recreating the icnonic #HumAapkeHaiKoun song on the sets of #BucketList. It's true, some memories never fade!✨ pic.twitter.com/2Ntkczaqum
— Dharma Productions (@DharmaMovies) May 20, 2018
বাকেট লিস্ট ছবিতে মাধুরীকে দেখা যাবে পুণেনিবাসী এক মারাঠি গৃহবধূর ভূমিকায়। জীবনে তাঁর প্রচুর আকাঙ্ক্ষা। সে উইশ লিস্টে অনেক কিছু রয়েছে। শিস দেওয়া, মদ্যপান, মোটরসাইকেল চালনাও সে তালিকার অন্তর্ভুক্ত।
আরও পড়ুন, খুনই হয়েছেন শ্রীদেবী, দাবি দিল্লি পুলিশের প্রাক্তন এসিপি-র
শুধু মাধুরী বা রেণুকা সাহানে নন, বাকেট লিস্টে অতিথি চরিত্রে দেখা যাবে মাধুরীর ঘাগরা গানের কো-স্টার রণবীর কাপুরকেও।
পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, এই দুই অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ‘‘প্রথমবার আমার সঙ্গে রেণুকার সঙ্গে আলাপ হয় হাম আপকে হ্যায় কৌন ছবির সেটে, আর আমাদের বন্ধুত্বের শুরুও তখন থেকেই। রণবীর আমার ভীষণ পছন্দের অভিনেতা। ওর কাজ আমার ভাল লাগে। ছবির গানের শ্যুটের সময় আমরা মজা করেছি।’’
আরও পড়ুন, মুক্তি পেল বায়োস্কোপওয়ালা ছবির টাইটেল ট্র্যাক
এই প্রথমবার মাধুরী দীক্ষিত অভিনয় করছেন মারাঠি ছবিতে। বাকেট লিস্ট মুক্তি পাবে ২৫ মে।