/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/sabbash-mitthu.jpg)
সৃজিতের 'সাব্বাশ মিঠু'র রিলিজ ডেট প্রকাশ্যে
ক্রিজে ব্যাট-বল হাতে মিতালি রাজের ভূমিকায় তাপসী পান্নু (Taapsee Pannu)। পুরুষতান্ত্রিক বাইশ গজে কীভাবে ঝড় তুলেছিলেন ভারতীয় ক্রিকেট টিমের এই মহিলা অধিনায়ক? সেই লড়াইয়ের কাহিনি পর্দায় ফুটে উঠবে সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে। 'সাব্বাশ মিঠু'র মুখ্য ভূমিকায় তাপসী পান্নু। মার্চের ২১ তারিখে প্রকাশ্যে এসেছিল টিজার। তখন থেকেই মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রমীরা। শেষমেশ শুক্রবার রিলিজের দিনক্ষণ ঘোষণা করলেন পর্দার 'মিতালি রাজ' তাপসী।
'জেন্টলম্যানস গেম'-এর ময়দানে ভারতীয় মহিলাদের শিঁকে ছাড়ার নেপথ্যে রয়েছে এক অদম্য লড়াইয়ের গল্প। হার না মানার গল্প। কীভাবে ব্লু জার্সিতে মিতালি রাজ বিশ্বজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন? সেই গল্পই বলবে সৃজিতের 'সাব্বাশ মিঠু'। চলতি বছরই জুলাই মাসেই ১৫ তারিখ প্রেক্ষাগৃহে আসছে বাইশ গজে মিতালির নেতৃত্বে মহিলা টিমের লড়াইয়ের কাহিনি। এই সুখবর টুইট করেছেন তাপসী পান্নু খোদ।
পরিচালক সৃজিতও ততোধিক উচ্ছ্বসিত তাঁর প্রথম স্পোর্টস ড্রামা নিয়ে। কারণ, পরিচালক নিজেও বেজায় ক্রীড়াপ্রেমী। এর আগে একবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথোপকথনে সৃজিত জানিয়েছিলেন যে, তিনি আইপিএলের বাংলা কমেন্ট্রিও করেছেন। অতঃপর 'সাব্বাশ মিঠু'র ক্ষেত্রে তাঁর উচ্ছ্বাস যে দ্বিগুণ হবে, তা বলাই বাহুল্য।
<আরও পড়ুন: বলিউডের পরিচালকরা দক্ষিণী সিনেমার সাফল্যে ভয় পাচ্ছে: মনোজ বাজপেয়ী>
There is nothing more powerful than a girl with a dream and a plan to realise it!
This is a story of one such girl who chased her dream with a bat in this “Gentleman’s Game” #ShabaashMithu The Unheard Story Of Women In Blue will be in cinemas on 15th July 2022. pic.twitter.com/fIJmVdppch— taapsee pannu (@taapsee) April 29, 2022
ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালি রাজের (Mithali Raj) জুতোতে পা গলানোর জন্য কম কসরত করেননি তাপসী পান্নু। যথাযথ প্রশিক্ষণ নিয়েছেন। কড়া হোমওয়ার্কের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। শুটের আগে নিয়মিত ঘণ্টা খানেক রেখেছেন শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। ক্রিকেট অধিনায়িকার ভূমিকায় যখন, তখন ম্যাচের কৌশলীও তাঁকে শিখতে হয়েছে অভিনেত্রীকে। এমনকী সূত্রের খবর, মিতালির বেশ কিছু ম্যাচের ক্লিপিংসও দেখে নিয়েছিলেন তাপসী। তা ক্যামেরার সামনে ক্রিকেট অধিনায়িকার ভূমিকা কতটা ফুটিয়ে তুলতে পারলেন অভিনেত্রী? টিজারে তাঁর সামান্য ঝলক প্রকাশ্যে এলেও বড়পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা।
প্রসঙ্গত, ‘বেগমজান’-এর পর 'সাব্বাশ মিঠু' সৃজিতের দ্বিতীয় বলিউড ছবি, উপরন্তু ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক বলে কথা, যে ভূমিকায় কিনা অভিনয় করছেন অনুরাগ কাশ্যপের প্রিয়পাত্রী তাপসী পান্নু (Tapsee Pannu), তা এই সিনেমা নিয়ে যে সৃজিত-অনুরাগীদের মধ্যে আলাদা কৌতূহল-উত্তেজনা থাকবেই, তা বলাই বাহুল্য।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন