খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমি শুক্রবার বলেন, তিনি ও তাঁর স্বামী, লেখক-গীতিকার জাভেদ আখতার সিদ্ধান্ত নিয়েছেন করাচিতে শাবানার বাবা কৈফি আজমির জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেবেন না তাঁরা। পুলওয়ামা জঙ্গি হানার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই দম্পতি। করাচি আর্টস কাউন্সিল দু'দিনের এই অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছিলেন জাভেদ আখতার ও শাবানা আজমিকে। টুইটারে শাবানা আজমি লিখেছেন, "জাভেদ এবং আমি কৈফির জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য দু'দিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। কিন্তু আমার বাবা কৈফি আজমির শতবার্ষিকী উপলক্ষ্যে করাচি আর্টস কাউন্সিলের উৎসব আমরা বাতিল করেছি। এছাড়াও দুবাইয়ে 'রেখতা'-র তিনদিন ব্যাপী অনুশ্তহান বাতিল করেছি।"
এর আগে টুইটারেই ঘটনার তীব্র প্রতিবাদ করেন শাবানা। টুইট করে তিনি লিখেছিলেন, "এই ধরনের ঘৃণ্য হামলার কি কোনও শেষ নেই? এই পাশবিক হত্যা। মানুষের জীবনের প্রতি এত অশ্রদ্ধা?"
আরও পড়ুন, রক্তাক্ত ভূস্বর্গ, শহীদদের পরিবারের প্রতি সমবেদনা বলি-টলি তারকাদের
I have a special relation with CRPF. I have written Their anthem Before putting the pen to paper I met a number of CRPF officers n what ever I learned my respect admiration and love for these braves increased by many a fold Today I share the grief of the dear ones of the martyrs
— Javed Akhtar (@Javedakhtarjadu) February 14, 2019
জাভেদ আখতারও টুইটারে শোকজ্ঞাপন করেছেন। প্রসঙ্গত, ২০১৪ সালে সিআরপিএফ জওয়ানদের জন্য তাঁর লেখা গানও মুক্তি পেয়েছিল। টুইট করে তিনি লেখেন, "সিআরপিএফ-এর সঙ্গে আমার বিশেষ যোগ রয়েছে। আমি তাদের জন্য বন্দনাগীতি লিখে দিয়েছিলাম। সেসময় যেসব অফিসারের সঙ্গে আলাপ হয়েছিল, তাতে এই বাহিনীর প্রতি আমার শ্রদ্ধা এবং মুগ্ধতা অনেক গুণ বেড়ে যায়।"
Read the full story in English