আর শোনা যাবে না সেই আইকনিক - ফিরিয়ে দাও। গতকাল না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। ব্যান্ড মিউজিকের জগতে দুই বাংলাতেই বেশ চেনা মুখ তিনি।
আমেরিকায় চিকিৎসাধীন ছিলেন শিল্পী। ৬৩ বছর বয়সে প্রয়াত গায়ক। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ৬টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পেছনে ফেলে গেলেন, তাঁর স্ত্রী এবং তিন সন্তানকে। বাংলাদেশের সংবাদমাধ্যমে তাঁর ভাই জানিয়েছেন, গতকাল মৃত্যু হলেও, বাংলাদেশের সময় অনুযায়ী সেটি আজ দাঁড়ায়।
কী হয়েছিল তাঁর?
দিব্যি ভাল ছিলেন। ২০ জুলাই তাঁর আমেরিকায় কনসার্ট ছিল। সেজন্যই তিনি গিয়েছিলেন ভার্জিনিয়ায়। সূত্রের খবর, সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়, কারণ হঠাৎ করেই অর্গান ফেলিওর হতে শুরু করে তাঁর। তবে, শেষ রক্ষা হল না।
যদিও, আমেরিকায় তাদের বেশ কয়েকজন আত্মীয় রয়েছেন। যারা সেইসময় তাঁর সঙ্গে ছিলেন। এদিকে, বাংলদেশের প্রধানমন্ত্রী এই ঘটনায় যেন স্তম্ভিত। এহেন একজন জ্বলজ্যান্ত প্রাণ, কীভাবে আচমকা না ফেরার দেশে চলে গেলেন। তিনি শোকবার্তা জ্ঞাপন করেছেন। একসময় একের পর এক হিট গান, ফিরিয়ে দাও থেকে ধিকি ধিকি এমনকি নানা সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।