শাহরুখ- গৌরীর অফিস এখন করোনা রোগীদের জন্য আইসিইউ

স্বাস্থ্যবিধি মেনে এখানে হিন্দুজা হাসপাতাল কাজ চালাবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর।

স্বাস্থ্যবিধি মেনে এখানে হিন্দুজা হাসপাতাল কাজ চালাবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগেই নিজের অফিস কোরেন্টাইন্ট সেন্টারের জন্য বৃহন্মুম্বই পুরসভার হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ-গৌরী। এখন সেখানে তৈরি হচ্ছে আই সিইউ। তাও আবার গৌরী খানের ডিজাইনে।

Advertisment

স্ত্রী গৌরী খান নিজেই অফিসের ইন্টিরিয়র বদলে তাকে কোয়রান্টিন সেন্টারের রূপ দিয়েছিলেন। এখন সেটি আইসি ইউ। ১৫টি আইসিইউ বেডের সঙ্গে থাকছে অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরের সুবিধে। জানা গিয়েছে এখানে ভর্তি কোয়রান্টিনের রোগীদের শিফট করা হয়েছে অন্য আইসোলেশন সেন্টারে। এর আগে এই কোয়রান্টিন সেন্টারে ভর্তি ৬৬ জন রোগীর মধ্যে প্রায় ৫৪জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

Advertisment

শাহরুখের স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশন, হিন্দুজা হাসপাতাল ও বিএমসি-র মিলিত প্রয়াসে সোমবার থেকেই এই আইসিইউ চালু হল। স্বাস্থ্যবিধি মেনে এখানে হিন্দুজা হাসপাতাল কাজ চালাবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর। ২৪ ঘণ্টা চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা থাকবেন এখানে।