Advertisment
Presenting Partner
Desktop GIF

শাহরুখকে নিয়ে ট্রোলিং একদম মানতে পারেন না সলমন! চরম হুঁশিয়ারি ভাইজানের

শাহরুখের অপমান সহ্য করতে নারাজ তিনি, বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh and Salman friendship: bhaijan said can't anything hear about srk

সলমন-শাহরুখ

শাহরুখ সলমন ভাই ভাই! একথা সকলেই জানেন.. তাঁর থেকেও বড় কথা, দুজনেই দুজনের সম্পর্কে কোনও কথা শুনতে নারাজ। এবারও ব্যতিক্রম না। বরং ভাইজানের কথায় শাহরুখ প্রেম শোনা গেল।

Advertisment

একসময় যদিও, তাঁদের মধ্যে নানা সমস্যা লেগেই থাকত! কিন্তু এখন সেসব অতীত। একে অপরের মধ্যে ভালবাসার অন্ত নেই। শুধু তাই নয়, দুজনে দুজনের ডাকে সাড়া দেন। পরস্পরের ছবিতে তাঁদের দেখা যায়। পাঠান এবং টাইগার থ্রি ছবিতে দুজনে দুজনের হয়ে স্ক্রিনে গা ভাসিয়েছেন। ফের একবার সলমন বললেন, শাহরুখের হয়ে কোনও ট্রোল, কোনও খারাপ কথা শুনতে তিনি নারাজ।

Ani কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলে, শাহরুখ ভাইজানের ভাইজান। ওর কোনও খারাপ হোক এটা আমি একদম চাই না। ওর প্রসঙ্গে কোনও খারাপ কথা শুনতে চাই না। শুধু তাই না, আমি সত্যি বলতে গেলে এখন ট্রোলিং বুঝি না। নেগেটিভ বিষয় নিয়ে আমি ভাবিও না। যেটা বুঝি না, সেটা নিয়ে ভাবি না। শাহরুখ পর্যন্ত এসব বোঝে না।

শাহরুখ সলমনের মধ্যে পরস্পরের সম্পর্ক :-

দুজনে দুজনের দারুণ বন্ধু। একে অপরের মধ্যে যে ভালবাসা, সেটি স্ক্রিনেও প্রকাশ পায়। দুজন দুজনকে সঙ্গ দিতে যশ রাজের স্পাই ইউনিভার্স এর ছবিতে থেকেছেন। সলমন আরও বলেন, আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রির তুলনায় অফস্ক্রিন বন্ধুত্ব বেশি ভাল। সেই কারণেই পর্দায় আমাদের বেশি ভাল লাগে।

প্রসঙ্গত, কানাঘুষো খবর, দুজনেই নাকি একটি স্পাই থ্রিলার ছবিতে একসঙ্গে কাজ করছেন। সেই ছবির অ্যাকশন সিকোয়েন্স নাকি মন কাড়বে সকলের। আপাতত, এই নিয়েই আলোচনা চলছে।

tollywood SRK Birthday salman khan bollywood Entertainment News
Advertisment