Advertisment

Shah Rukh Khan: আম্বানি-আদানিদের পাশাপাশি বড়লোকদের তালিকায় জুড়লেন শাহরুখ, কত কোটির সম্পত্তি কিং খানের?

Shah Rukh Khan Enters Hurun India Rich List: কোটি কোটি টাকার সম্পত্তি কিং খানের। কতজনের মধ্যে এলেন শাহরুখ? কিং খান ছাড়াও বলিউডের অনেকেই রয়েছেন এই তালিকায়, যার মধ্যে অন্যতম শাহরুখের ক্রিকেট ক্লাব কলকাতা নাইট রাইডারসের সহ মালিক জুহি চাওলা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Shah Rukh Khan

বলিউডের অনেক তারকাই রয়েছেন এই তালিকায়...

মুকেশ আম্বানি এবং গৌতম আদানীদের সঙ্গে বড়লোকের তালিকায় নাম লেখালেন শাহরুখ খান খোদ। দেশের অন্যতম বড়লোকদের মধ্যে একজন কিং খান অন্যতম। প্রথমবার হুরুন ইন্ডিয়ার ধনী তালিকায় জায়গা করে নিলেন তিনি।

Advertisment

রিপোর্ট অনুযায়ী, শাহরুখ ৩৩৪ জনের মধ্যে রয়েছেন। যারা রয়েছেন তাঁদের মোট সম্পত্তির পরিমাণ, ১৫৯ লক্ষ কোটি টাকা। শেষ বছর শাহরুখের প্রযোজনা সংস্থা আকাশছোঁয়া লাভ করে। পাঠান এবং জওয়ান ছবি দারুণ ব্যবসা করেছে। এছাড়াও, কলকাতা নাইট রাইডার্স এর সহ মালিক তিনি। ফলে, এবার শাহরুখের এই তালিকায় অবতরণ নিতান্তই ছোট ঘটনা নয়।

কত কোটির সম্পত্তি শাহরুখের?

সূত্র বলছে, শাহরুখ খান প্রায় ৭৩০০ কোটির মালিক। যাতে বিরাট বড় অবদান রয়েছ রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্স এর। শাহরুখের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার নেহাতই কম না। উল্টোদিকে, শুধু শাহরুখ নিজে না, বরং এই তালিকায় জায়গা করে নিয়েছে জুহি চাওলা, অমিতাভ বচ্চন এবং হৃতিক রোশনও।

বলিউডের কারা কারা রয়েছেন এই তালিকায়?

 ১. শাহরুখ খান ও পরিবার: ৭,৩০০ কোটি 

২. জুহি চাওলা ও পরিবার: ৪,৬০০ কোটি 

৩. হৃতিক রোশন: ২০০০ কোটি 

৪. অমিতাভ বচ্চন ও পরিবার: ১,৬০০ কোটি 

৫. করণ জোহর: ১,৪০০ কোটি 

কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক জুহি চাওলাও এই তালিকায় রয়েছেন, যার আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪,৬০০ কোটি টাকা। বলিউডের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। ২০০০ কোটি টাকার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হৃতিক রোশন। তার অ্যাথলেইজার ব্র্যান্ড এইচআরএক্সের বিরাট অবদান আছে এতে। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩২.৩ মিলিয়ন। অমিতাভ বচ্চন ও করণ জোহরও রয়েছেন এই তালিকায়।

shah-rukh-khan Bollywood Actor Entertainment News Today Bollywood Celeb Home Entertainment News
Advertisment