Advertisment

ঐতিহাসিক! একবছরে ২৫০০ কোটির ব্যবসা দিলেন শাহরুখ, গড়লেন রেকর্ড...

ভারতীয় তারকার মধ্যে তিনিই এক এবং অনন্য, যিনি এই রেকর্ড করলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan: actor crossed 2500 crore single year, pathaan Jawan dunki

SRK Record- শাহরুখের কেরামতি...

শাহরুখের এইবছর, নিদারুণ সুন্দর কেটেছে। প্রথম থেকেই শুরু হয়েছিল ধামাকা। পাঠান ঝড় তোলার পর, সেই ঝড় বিজয় ছিল জওয়ান ছবিতেও। আর এবার ডানকি।

Advertisment

একবছরের মধ্যে তিনটে সুপারহিট ছবি! কোনও অভিনেতার পক্ষে এহেন অসাধ্য সাধন সম্ভব হয়নি। শাহরুখ ( Shah Rukh Khan ) এবার বলিউডকে নিজের দায়িত্বে বাঁচিয়েছেন। একবছর, ধরে লাগাতার ব্যবসা দিয়ে গেলেন শাহরুখ। কত আয় করলেন অভিনেতা? শুধু মাল্টিপল স্ক্রিন না, বরং শাহরুখের দৌলতে দেখা গেল বিরাট পরিবর্তন। খুলেছিল, অনেক সিঙ্গেল স্ক্রিন।

সারা বছরে, কত আয় করলেন কিং খান?

প্যারামিটার বলছে, শাহরুখ একবছরের মধ্যে একাই ২৫০০ কোটির ব্যবসা করেছেন। আর কোনও অভিনেতার পক্ষে একবছরে ১৫০০ কোটির বেশি ব্যবসা করা সম্ভব হয়নি। সেখানে বাদশা করে দেখিয়ে দিলেন। একবছরে, ২৫০০ কোটির ব্যবসা করলেন। কিং খানের এই সাফল্যে উত্তেজিত পরিচালক রাজকুমার হিরানি।

পাঠান ( Pathaan ) - শাহরুখ এবছর শুরুতেই রিলিজ করেন পাঠান। অভিনেতা, ১০৫০ কোটির ব্যবসা দিয়েছেন এই ছবি থেকে। স্ক্রিনে পাঁচবছর পর ফিরেছিলেন তিনি। তারপরই ধামাকা।

জওয়ান ( Jawan ) - শাহরুখ, দ্বিতীয়বার রিলিজ করলেন জওয়ান। এই ছবি থেকে তিনি ১১৪৮ কোটির ব্যবসা করলেন। তারপর, এল জওয়ান।

ডানকি ( Dunki ) - শাহরুখের এই ছবি স্লো অ্যান্ড স্টেডি খেলতে শুরু করেছেন। সবে, ৩৫০ কোটির ব্যবসা করেছে এই ছবি।

tollywood jawan SRK Birthday bollywood Pathan Entertainment News
Advertisment