/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Sharukh-Khan.jpg)
শাহরুখ খান।
Shah Rukh Khan hospitalised: অসুস্থ শাহরুখ খান। গতকাল অভিনেতা কলকাতা নাইট রাইডার্সকে ( KKR ) প্লে অফ ম্যাচে উৎসাহ দিতেই গিয়েছিলেন আহমেদাবাদে। প্রচণ্ড গরমে শরীর খারাপ হয়ে যায় তার।
ম্যাচের পরেই শাহরুখকে ( Shah Rukh Khan ) ভর্তি করা হয় হাসপাতালে। আহমেদাবাদে কিং খানের অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের মত হয় বলেই দাবি করছেন চিকিৎসকরা। মাঠে উন্মাদনা এবং উচ্ছ্বাস কি তবে কাল হল তাঁর? শাহরুখ গতকাল হাজির হয়েছিলেন মেয়ে সুহানা, ছেলে আব্রাম এবং বাকি অনেককে সঙ্গেই নিয়েই।
খবর ছড়িয়ে পড়তেই শাহরুখ অনুরাগীদের মনে আতঙ্ক! কিং খানকে নিয়ে তাদের ভাবনার শেষ নেই। আর এরমধ্যে দেখা গেল তাঁর স্ত্রী গৌরী খানকে ( Gauri Khan )।
Gauri Khan has reached KD hospital to see #ShahRukhKhanpic.twitter.com/fDUodO4y6i
— Shah Rukh Khan Fc - Pune ( SRK Fc Pune ) (@SRKFC_PUNE) May 22, 2024
আজ সকাল হতেই গৌরী এলেন হাসপাতালে। গাড়ি থেকে নেমেই উদ্ভ্রান্তের মত ছুটে গেলেন শাহরুখের কাছে। চোখে মুখে স্পষ্ট উদ্বেদ। শুধু গৌরী না। শাহরুখকে দেখতে পৌঁছন কলকাতা নাইট রাইডার্স এর আরেক মালিক জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতা।
এখন কেমন আছেন তিনি?
সূত্র বলছে, ডিহাইড্রেশন হয়ে যায় শাহরুখের। যদিও, এখন তিনি ভাল আছেন। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।