Advertisment

SRK-Akshay Kumar: 'এদেরকে ধরে আপাদমস্তক মারো...', শাহরুখ-অক্ষয়কে হুমকি প্রবীন তারকার

Pan Masala Ad: শাহরুখ খান এবং অজয় দেবগন প্রথম থেকেই জুড়েছিলেন বিজ্ঞাপনে। সেই নিয়ে ট্রোলের থেকে বেশি হাসাহাসিই হয়েছিল। কিন্তু, তাতে অক্ষয় কুমারের জুড়তেই শুরু হয় আন্দোলন। সেই অক্ষয়, যে কিনা নিজের মতো করে যোগ সাধনা এবং ব্যায়ামের কথা প্রচার করেন, সে নাকি পান মশলার বিজ্ঞাপনের কথা বলছেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan Akshay Kumar accused to sell tobacco by Mukesh khanna

শাহরুখ-অক্ষয়কে কী হুমকি দিলেন তিনি?

পান মশলার ব্র্যান্ড প্রমোট করেই বেজায় ফেসেছেন তারকারা। পান মশলার বিজ্ঞাপনে যোগ দেওয়ার অর্থ দেশের মানুষের কাছে মৃত্যু বিক্রি করা, এমনটাই জানিয়েছিলেন জন আব্রাহাম। কিন্তু এবার আরেক তারকা প্রকাশ্যে বললেন তাঁদের ধরে মারা উচিত।

Advertisment

শাহরুখ খান এবং অজয় দেবগন প্রথম থেকেই জুড়েছিলেন বিজ্ঞাপনে। সেই নিয়ে ট্রোলের থেকে বেশি হাসাহাসিই হয়েছিল। কিন্তু, তাতে অক্ষয় কুমারের জুড়তেই শুরু হয় আন্দোলন। সেই অক্ষয়, যে কিনা নিজের মতো করে যোগ সাধনা এবং ব্যায়ামের কথা প্রচার করেন, সে নাকি পান মশলার বিজ্ঞাপনের কথা বলছেন? এবার মুকেশ খান্না সেই নিয়েই মুখ খুলেছেন। মুকেশ যেকোনও বিষয়েই সরব।

আরও পড়ুন - Manasi Sinha: ‘সঙ্গে একটা ব্লেড রাখো…’, আজও অসুরক্ষিত মেয়েরা, উপায় দিলেন মানসী সিনহা

তামাক ব্র্যান্ডের প্রচার করছে বলিউডের তারকারা, এই বিষয়েই তিনি নিজের শব্দের আপত্তি না রেখেই প্রকাশ্যে বললেন, "এদেরকে ধরে না উত্তম মধ্যম মারা উচিত।" এমনকি তিনি একথা জানিয়েছেন, অক্ষয়কে নাকি ব্যক্তিগত স্তরে, তিনি চূড়ান্ত কথাও শুনিয়েছেন। অভিনেতা অক্ষয়কে আরও বলেন...

"তুই স্বাস্থ্যবান মানুষ। সবসময় শরীরচর্চা নিয়ে কথা বলিস। সেখানে তুই পর্দায় এসে বলছিস আদাব? অজয় বলছে আদাব? আবার শাহরুখ ও বাদ যাচ্ছে না। কোটি টাকা খরচ করে এসব বানানো হচ্ছে। কী শেখাচ্ছে মানুষকে? তোমরা বলছ সুপারি! কিন্তু তাঁরা জানে, যে ওরা কি করছে!"

আরও পড়ুন - John Abraham: ‘ওরা মৃত্যু বিক্রি করছে..’, সরকারকে বিঁধেই শাহরুখ-অক্ষয়দের মোক্ষম খোঁটা জনের

মুকেশ আরও প্রশ্ন তোলেন, এসব বিজ্ঞাপনের সঙ্গে তাঁরা নিজেদের নাম লেখান কেন? তাঁদের কি পয়সার ঘাটতি হয়? তাঁরা কি টাকার জন্য এতটা নামতে পারেন? যেটা দেশের ক্ষতি করতে পারে, সেটা নিয়ে তাঁরা প্রচার করবেন কেন? অভিনেতার কথায়, "আমি এটাই বলতে চাইছিলাম, আপনাদের অনেক পয়সা আছে। এগুলো করবেন না। কিছু কিছু মানুষ এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছেন। আমার মনে হয় অমিতাভ বচ্চন সরে দাঁড়িয়েছেন। অক্ষয় রয়েছে সেই তালিকায়।"

উল্লেখ্য, কিছুদিন আগেই জন আব্রাহাম এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন...“আমি আমার সমস্ত বন্ধুদের ভালোবাসি। আমি চাই যে আমি নিজেকে নিয়েই কথাটা বলছি। পান মশলা কিংবা গুটখা অর্থাৎ মৃত্যু। আর এর বিজ্ঞাপন আমি করতেই পারব না কারণ এটা নীতির ব্যাপার। আপনারা জানেন পান মশলা শিল্পের ৪৫ হাজার কোটি টাকা। অর্থাৎ সরকারও এটিকে সমর্থন করছে, সেই কারণেই এটি অবৈধ নয়।”

bollywood Shah Rukh khan Akshay Kumar Entertainment News
Advertisment