Advertisment
Presenting Partner
Desktop GIF

গোল্ডেন গ্লোবস পেল RRR, আনন্দে 'নাটু নাটু' গানে নাচছেন শাহরুখ-আলিয়া, রহমানরা

Golden Globes: উচ্ছ্বসিত গোটা দেশ!..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Golden Globes 2023, RRR, RRR song, Naatu Naatu, SS Rajamouli, Shah Rukh Khan, Alia Bhatt, AR Rahman, আরআরআর, রাজামৌলী, গোল্ডেন গ্লোবস, রামচরণ, জুনিয়র এনটিআর, শাহরুখ খান, আলিয়া ভাট, এআর রহমান

গোল্ডেন গ্লোবস পেল RRR-এর 'নাটু নাটু' গান

বিদেশের মাটিতে ভারতের জয়। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড-এর মঞ্চে বাজিমাত করল দক্ষিণী সিনেমা RRR। অতিমারী উত্তর পর্বে যে সিনেমা আন্তর্জাতিক সিনেময়দানে ভারতের বিনোদুনিয়ার মোড় ঘুরিয়েছে, এবার সেই সিনেমার ঝুলিতেই বিরাট সম্মান। আবারও এসএস রাজামৌলির মুকুটে নতুন পালক।

Advertisment

গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড-এর সেরা অরিজিনাল সং বিভাগে পুরস্কার পেল RRR ছবির 'নাটু নাটু' গান। বৃহস্পতিবার সকালে যে খবর প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত গোটা দেশ। অন্যদিকে দক্ষিণী বনাম বলিউড দ্বন্দ্ব ভুলে বিদেশের মাটিতে এই সম্মানকে ভারতের জয় বলে দেখছেন বিটাউনের তারকারা। আর তাই গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে সেরার পুরস্কার দেশের ঝুলিতে আসায় ততোধিক উচ্ছ্বসিত শাহরুখ খান, আলিয়া ভাট, এআর রহমানরা।

শাহরুখ বললেন, "সকালে ঘুম থেকে উঠেই 'নাটু নাটু' গানে নাচছি।" অন্যদিকে এই গর্বের মুহূর্ত শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন আলিয়া ভাট। যিনি নিজেও এই ছবিতে অভিনয় করেছেন। রহমান বলেন, "অবিশ্বাস্য! কিরাবাণী সমস্ত দেশবাসী আর অনুরাগীদের তরফে তোমাকে শুভেচ্ছা। রাজামৌলী এবং গোটা RRR টিমকেও শুভেচ্ছা জানাই।"

publive-image

আর গোল্ডেন গ্লোবস-এ যাদেরকে টেক্কা দিয়ে সেরার পুরস্কার ছিনিয়ে নিল RRR, তাঁরাও বিশ্বের তাবড় তারকারা। সেরা অরিজিনাল সং মনোনয়েনর তালিকায় ছিলেন টেলর সুইফ্ট, লেডি গাগার মতো গায়িকারাও। আর বিশ্বের পয়লা নম্বর স্টারদেরকে হারিয়ে শীর্ষস্থান অধিকার করে নিলেন নাটু নাটু-র দুই গায়ক রাহুল সিপলগঞ্জ ও কলা ভৈরব।

publive-image

প্রসঙ্গত, RRR ছবির সঙ্গীত পরিচালনা করেন এমএম কারবাণী। মঞ্চে গোল্ডেন গ্লোবস হাতে নিয়ে তিনি বলেন, এই পুরস্কার আমার ভাই রাজামৌলির জন্য। আর হ্যাঁ, অবশ্যই এই গানে এনার্জি নিয়ে নাচার জন্য রামচরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ। উল্লেখ্য, গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড-এ গানের পাশাপাশি সেরা বিদেশি ভাষার সিনেমা বিভাগেও মনোনীত হয়েছিল RRR। তবে এই পুরস্কার অধরাই হয়ে গিয়েছে। বাইশের মার্চ মাসে রিলিজ করার পর মাত্র সপ্তাহ খানেকের মধ্যেই ১২০০ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে রাজামৌলীর RRR।

karan johar alia bhatt Entertainment News RRR South Film Industry AR Rahman Jr NTR SS Rajamouli ramcharan
Advertisment