Shah Rukh Khan - Aamir Khan: গাড়ি থেকে নেমেই আমিরকে জড়িয়ে ধরলেন শাহরুখ, খেলেন চুমুও, দুই খানের বন্ধুত্ব দেখল গোটা দুনিয়া...

SRK - Aamir Khan: শাহরুখ এবং আমিরকে একসঙ্গে দেখে যে দর্শকরা উন্মাদনায় ভাসবেন একথা স্বাভাবিক। দুই খানের উপস্থিতি যে সকলকে খুব আনন্দ দিয়েছে, তা ভক্তদের মন্তব্য দেখলেই বোঝা যাচ্ছে। এবং, অনেকেই জানেন যে …

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
amir khan- shah rukh khan

amir khan- shah rukh khan: দুই খানের বন্ধুত্ব দেখার মতো... Photograph: (Instagram)

শাহরুখ, সলমন, আমির - বলিউডের তিন খান সবসময় একত্রে হন না। বেশ কিছু মাস আগে আম্বানি পরিবারের বিয়েতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও বা সলমন এবং শাহরুখকে একসঙ্গে দেখা যায়, কিন্তু আমির খান সহজে সেভাবে কারওর সঙ্গে না সাক্ষাৎ করেন, না তিনি সব জায়গায় যান। যদিও বা মেয়ের বিয়ের পর থেকে তিনি রেগুলার হয়েছেন অনেকটাই।

Advertisment

কিন্তু, শাহরুখ এবং আমিরকে একসঙ্গে দেখে যে দর্শকরা উন্মাদনায় ভাসবেন একথা স্বাভাবিক। দুই খানের উপস্থিতি যে সকলকে খুব আনন্দ দিয়েছে, তা ভক্তদের মন্তব্য দেখলেই বোঝা যাচ্ছে। এবং, অনেকেই জানেন যে শাহরুখ এবং আমীর দুই খানের ছেলেই বলিউডে যে যার কাজ করতে ব্যস্ত। একজন তাঁর পরিচালক হিসেবে কাজ শুরু করছেন। অন্যজন খুশি কাপুরের সঙ্গে কাজ করছেন। ফলে, দুই তারকাকে তাঁদের ছেলেদের সাপোর্ট করতে দেখা যাচ্ছে।

জুনায়েদ এবং খুশি নিজেদের লাভিয়াপ্পা ছবির কারণে বেশ আলোচনায় আছেন। এবং সেই ছবির প্রমোশনে দেখা যাচ্ছে আমিরকে। এবার শাহরুখের সঙ্গে আমিরের দেখা হতেই কী কী হল? শাহরুখের জন্য রীতিমতো অপেক্ষা করছিলেন আমির। এবং কিং খান গাড়ি থেকে নেমেই পুরোনো বন্ধুকে জড়িয়ে ধরলেন। একগাল হাসি, আমিরকে সামনে পেয়েই যে শাহরুখ আবারও কয়েক বছর ছোট হয়ে গেলেন। তাঁকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেলেন তিনি। তারপর তাঁর হাল হকিকত জিজ্ঞেস করলেন।

Advertisment

এরপরই স্নেহের সঙ্গে তাঁর ছেলে জুনায়েদ, মেয়ে ইরাকেও কাছে টেনে নিলেন। তাঁদের গেলে স্নেহ চুম্বন এঁকে দিলেন কিং খান। আর জুনায়েদ, শ্রদ্ধার সঙ্গে বাবার বন্ধুকে প্রণাম করতে গেলেও শাহরুখ বুকে টেনে নিলেন। এমনকি বাদ গেলেন না জামাই নুপূর ও। তারপরই দুই বন্ধুকে দেখা গেল রসিকতা করতে। শাহরুখ প্রথমে আমিরের অ্যাবস দেখলেন তারপর, নিজের অ্যাবসে হাত দিয়ে দেখলেন। এবং একসঙ্গে ছবিও তুললেন তাঁরা।

এদিকে, ভক্তরা বলছেন এখানে একমাত্র কমতি ছিল সলমন ভাইয়ের। আবার কেউ বলছেন, শাহরুখের সঙ্গে আমিরের যা ভাল সম্পর্ক, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আবার কেউ বললেন, বন্ধুদের কীভাবে ট্রিট করতে হয় সেটা শাহরুখ খান জানেন। আবার কেউ কেউ তাঁদের বন্ধুত্বের উদাহরণ দিয়েই বললেন, আমার মনে হয় না, আরিয়ান এবং জুনায়েদ ভাল বন্ধু বলে।

 

bollywood aamir khan Bollywood Actor shah-rukh-khan