Main Hoon Na 2: হ্যাটট্রিকের পর শাহরুখ-ফারহা জুটির নয়া ধামাল! ২১ বছর পর 'ম্যায় হু না'-র সিক্যোয়েল নিয়ে চর্চা

Main Hoon Na Sequal: ফের শাহরুখ খান-ফারহা খানের যুগলবন্দিতে নতুন কামাল? দীর্ঘ ২১ বছর পর 'ম্যায় হু না ২' নিয়ে চর্চা তুঙ্গে।

Main Hoon Na Sequal: ফের শাহরুখ খান-ফারহা খানের যুগলবন্দিতে নতুন কামাল? দীর্ঘ ২১ বছর পর 'ম্যায় হু না ২' নিয়ে চর্চা তুঙ্গে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 ২১ বছর পর বড় পর্দায় 'ম্যায় হু না'-র সিক্যোয়েল!

২১ বছর পর বড় পর্দায় 'ম্যায় হু না'-র সিক্যোয়েল!

SRK-Farah Main Hoon Na Sequal: সালটা ছিল ২০০৪। ওই বছর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল ফারহা খান পরিচালিত ও শাহরুখ খান অভিনীত 'ম্যায় হু না'। প্রফেসরের ভূমিকায় বং বিউটি সুস্মিতা সেনের সঙ্গে কলেজ পড়ুয়া শাহরুখের  প্রেমের রোম্যান্টিক কেমেস্ট্রি মন ছুঁয়েছিল জেন ওয়াইয়ের। দীর্ঘ ২১ বছর পর বড় পর্দায় ফিরছে পুরনো প্রেমের নতুন রসায়ন! ইন্ডাস্ট্রির কানাঘুষো শাহরুখ খান ও তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ ইতিমধ্যেই 'ম্যায় হু না'-র সিক্যোয়েলের জন্য কাজ শুরু করে দিয়েছেন।

Advertisment

এই ছবিই ছিল শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থার প্রথম ছবি। এবার সিক্যোয়েলের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিং খান। এই খবর চাউর হতেই খুশির হাওয়া শাহরুখ ভক্তদের মধ্যে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ম্যায় হু না-র সিক্যয়েলও তৈরি করছেন পরিচালক ফারহা খান। ইতিমধ্যে রেড চিলিজের সঙ্গে কাজও শুরু করে দিয়েছেন। ২০২৫ -এর মাঝামাঝি চিত্রনাট্যের খসড়াও তৈরি হয়ে যাবে বলেই সূত্রের খবর।

তবে স্টার কাস্ট নিয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট পাওয়া যায়নি। সিক্যোয়েলেও শাহরুখ-সুস্মিতার সেই রোম্যান্স দেখা যাবে কিনা তা জানতে আগ্রহী দর্শক। ম্যায় হু না ২-এর জন্য যেমন দর্শক যেমন উদগ্রীব তেমনই আবার ফারহার 'তিস মার খান'-এর মতো ফ্লপ ছবি নিয়েও খোঁচা মেরেছেন নেটনাগরিকরা। শাহরুখ-ফারহা জুটি দর্শকের দারুণ পছন্দ।

Advertisment

'ম্যায় হু না', 'ওম শান্তি ওম' এবং 'হ্যাপি নিউ ইয়ার'-এর মতো ছবি দর্শককে উপহার দিয়েছেন। 'ম্যায় হু না ২' তৈরি হলে সেটি হবে  শাহরুখ-ফারহা জুটির চতুর্থ ছবি। ডাঙ্কিতে শেষ দেখা গিয়েছে শাহরুখকে। ২০২৬-এ মুক্তির অপেক্ষায় নতুন ছবি 'কিং'। প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কিং খান। বড় ছেলে আরিয়ান খানের ডেবিউ সিরিজেরও প্রচার করলেন শাহরুখ খান। পরিচালক হিসেবে হাতেখড়ি হল আরিয়ানের।

একইসঙ্গে প্রথম বার পর্দায় পিতা-পুত্রের যুগলবন্দি দেখে উচ্ছ্বসিত দর্শক। 'নেক্সট অন নেটফ্লিক্স'-র মঞ্চে সিরিজের নাম প্রকাশের প্রোমোতেই দেখা গিয়েছে স্বয়ং শাহরুখকে। উল্লেখ্য, এই সিরিজে অভিনয় করেছেন সুহানাও। বাবা হিসেবে গর্বিত শাহরুখ ছেলের প্রথম কাজ প্রসঙ্গে বলেন, 'আমি আমার প্রতিটি সহকর্মীকে ধন্যবাদ জানাতে চাই। এই সিরিজের অংশ হতে পেরে আমি ধন্য।'

আরও বলেন, 'ওঁরা প্রত্যেকে ভীষণ ভাল কাজ করেছে। আমি কয়েকটি সিরিজ দেখেছি। বেশ ভাল লেগেছে। প্রচণ্ড মজা লেগেছে। তাছাড়া আমার কমেডি সিরিজ ভাল লাগে। আমি যদি মজা (জোক) করি তাহলে সবাই রেগে যায়। খারাপ লাগে। তাই এখন আমি মজা করা ছেড়ে দিয়েছি। সেই দায়িত্ব ছেলের কাঁধে দিয়ে বলেছি যাও বেটা বাবার নাম উজ্জ্বল করো।'

Main Hoon Na Bollywood Actor bollywood movie Bollywood News Shah Rukh khan