Shah Rukh Khan-Madhuri Dixit: শাহরুখ খান যার সঙ্গে জুটি বাঁধেন, সাধারণত সেটাই সুপারহিট হয়। বহুবছর ধরে নায়িকাদের সঙ্গে রোমান্স, এবং প্রেমের দৃশ্যে যেভাবে ভারতবাসীর মন জয় করেছেন, তাতে শাহরুখকে রোম্যান্স দেবতা না বলে উপায় নেই। আর তিনি যখন স্ক্রিনে, তখন সুন্দর কিছু উপহার যে পাওয়া যাবে একথাও নিশ্চিত। অভিনেতা গতকাল মাধুরী দীক্ষিতের সঙ্গে একটি অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছেন।
সেই দিল তো পাগল হ্যায় জুটি - যশ চোপড়ার এই দারুণ ক্রিয়েশন কোনোদিন স্টেজে ফ্লপ হতে পারে আদৌ? নিশ্চই না। সেই সঞ্জয় লীলা বনসালির ছবিতে কাজ করেছিলেন। তারপর আর একসঙ্গে দেখা যায়নি। কিন্তু কেমিস্ট্রি একটুও বদলায় নি। উল্টে, বলা যেতে পারে গতকালও আগুন ধরিয়েছে তাঁরা। শাহরুখ এবং মাধুরীর অনস্টেজ মিষ্টি রোম্যান্স, দারুণ মন কেড়েছে দর্শকদের। ঠিক যেন সুইজারল্যান্ডের পাহাড়ে, সেই দৃশ্য।
কে বলবে তাঁদের এত বয়স? কিংবা কে বলবে বলিপাড়ায় এত নতুন জুটির মাঝে তাঁদের জায়গা ফিকে? বরং উল্টোটা। দর্শক আসনে উপস্থিত অনেকেই। তাঁরা যেন মুগ্ধ হয়ে দেখলেন তাঁদের অনুষ্ঠান। শাহরুখের পরনে সোনালী রঙের শার্ট, অন্যদিকে মাধুরী কালো রংয়ের শাড়িতে তখন জাদু ছড়িয়েছেন সর্বত্র। আর সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমের পাতায়। বেশিরভাগ এমনি দাবি করেছেন, তাঁরা এখনও যেভাবে জ্বলছেন, অন্যদের জায়গা পাওয়া মুশকিল আছে।
সূত্র বলছে, শাহরুখ এবং মাধুরী নেচেছেন দিল তো পাগল হ্যায় ছবির ঢোলনা গানে। সেই ছবিতে একযোগে দারুণ অভিনয় করেছিলেন তিনি। ভুলে গেলে চলবে না, সেই ছবিতে ছিলেন করিশ্মা কাপুর এবং অক্ষয় কুমারও। সেই ছবির পর দেবদাস ছবির সময় একসঙ্গে দেখা গিয়েছে শাহরুখ এবং মাধুরীকে। তারপর, বন্ধুত্ব থাকলেও একসঙ্গে কাজ করা হয়নি তাঁদের। এদিকে, গতকালের পর বেশিরভাগ ফ্যানেরা আবেগে আপ্লুত। তাঁরা বলছেন...
"কোনোটাই এই অনুষ্ঠানকে পিছিয়ে দিতে পারবে না।" আবার কেউ বললেন, তাঁরা একসঙ্গে ফিরেছেন, এত সুন্দর আর কিছু কী আমরা দেখেছি? আবার কেউ বললেন, আমার হৃদয় জুড়িয়ে গেল। কারওর কথায়, "এদের দুজনের একসঙ্গে ছবি করা উচিত।"