Mamta Kulkarni: মমতাকে আঙ্গুলের ইশারায় নাচালেন, সলমন-শাহরুখের চালাকি ধরতে পেরেই তড়িঘড়ি কী করেছিলেন নব্য সন্ন্যাসিনী..?

SRK - Salman With Mamta: একসময় তিনি কাজ করেছিলেন, বিখ্যাত বলিউড ছবি করণ অর্জুনে। সেখানে, তাঁর যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল নিজেই জানিয়েছেন এবার। একে তো, শাহরুখ এবং সলমনের যুগলবন্দী তাঁর দিন রাত নিদ্রাবিহীন করে তুলেছিল।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
mamta kulkarni-karan arjun, salman khan, srk

Mamta with SRK-Salman: দুই তারকাকে নিয়ে কী বলছেন সন্ন্যাসিনী? Photograph: (ফাইল চিত্র )

অভিনেত্রী মমতা কুলকার্নি, এখন চর্চায় রয়েছেন। কারণ, অবশ্যই প্রয়াগ রাজে গিয়ে তিনি সন্ন্যাস নিয়েছেন। কিন্নর আখড়ার তরফে তাঁকে মহা মান্ডলেশ্বর ঘোষণা করা হলেও, বেশিদিন সেই পদ তাঁর টেকেনি। এমনকি, তাঁকে সেই পদ থেকে বহিস্কার করা হয়েছে। আর এবার অভিনেত্রী শাহরুখ এবং সলমন খানকে নিয়ে মুখ খুলেছিলেন।

Advertisment

একসময় তিনি কাজ করেছিলেন, বিখ্যাত বলিউড ছবি করণ অর্জুনে। সেখানে, তাঁর যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল নিজেই জানিয়েছেন এবার। একে তো, শাহরুখ এবং সলমনের যুগলবন্দী তাঁর দিন রাত নিদ্রাবিহীন করে তুলেছিল। কিন্তু, যে অভিজ্ঞতার কথা তিনি ভোলেননি, সেটা হল সলমন এবং শাহরুখ কীভাবে দুষ্টুমি করে তাঁকে সমস্যায় ফেলেছিলেন। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন...

"চিন্নি প্রকাশ সেই ছবির কোরিওগ্রাফারের ভূমিকায় ছিলেন। এবার শাহরুখ এবং সলমন তখন শুট করতে বেরিয়ে গিয়েছে। আমি প্রায় দেড় ঘণ্টা একা বসে আছি। তারপর হঠাৎ উনার সহকারী আমায় একটা ফোন করলেন। আমি তো অবাক, তো উনি বললেন, যে আমায় মাস্টারজ্বি ডাকছেন। তো, আমি সেখানে গেলাম। যাওয়ার পর শুটিং লোকেশনে আমায় সিঁড়ি বিয়ে তখন উঠতে হচ্ছে। শাহরুখ আর সলমন আমার পাশ দিয়েই হাসতে হাসতে গেল। আমি যথারীতি কোনও মন্তব্য করিনি। আমি যখন মাস্টারজ্বির কাছে পৌঁছলাম উনি আমায় জিজ্ঞেস করলেন যে এটা একটা স্টেপ, তুমি কি একা করতে পারবে? আমি তো ভাষা হারিয়েছি। শুধু উনাকে জিজ্ঞেস করলাম, কী বলছেন আপনি?"

কিন্তু, সেদিন না সম্ভব হলেও অভিনেত্রী জানান পরের দিন তাঁর চার্ম এত ভাল কাজ করেছিল যে এক শটেই তিনি নেচে দেন, এবং তখন থেকেই তিনি দেখছিলেন যে সলমন এবং শাহরুখ দুর থেকে বোনের আড়াল থেকে হাসছে। কী হয়েছে কিছুই বুঝতে না পেরে অভিনেত্রী নিজের কাজটুকু করেন। তবে, পড়ে যখন দেখেন যে তারা দুজন সমানে তাঁকে দেখছেন এবং হাসছেন, তাঁর আর বুঝতে বাকি থাকে না, যে কী দুষ্টুমি তাঁরা করেছে। অভিনেত্রী বলেন...

Advertisment

"আমার পরে ওদের শট ছিল। আর সেখানে ওদের হাঁটুতে বসে শট দেওয়ার কথা ছিল। ওরা এতবড় রিটেক দিয়েছে যে পরিচালক বিরক্ত হয়ে তখন প্যাক আপ বলে দিয়েছে। এবার আমি দেখলাম, যে ওরা তো যুক্তি করে আমায় আগের দিন একা নাচিয়েছে, আজও যদি সেরকম হয়? বলেই সবার সঙ্গে তিনিও দৌড় মারেন। এবার তো আর আমায় ঠকানো যাবে না। কিন্তু, আমি যেই দৌড়ে ঘরের সামনে পৌঁছেছি, সঙ্গে সঙ্গে  সলমন আমায় দাঁড় করিয়ে পুরো মুখের উপর দরজাটা ধড়াস করে বন্ধ করে দিল। ব্যাস..."

এটুকু বলেই হেসে ফেলেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে এও জানান যে সলমন খুব দুষ্টু, আর শাহরুখ তেমনই চতুর কিন্তু ভীষণ সৎ ছিলেন।

bollywood salman khan Shah Rukh khan bollywood actress Bollywood Actor Mamta Kulkarni