Shah Rukh Khan-KKR: পার্টি পাঠানের ঘরে যখন...বৃষ্টিস্নাত কলকাতায় পা রাখলেন শাহরুখ, উন্মাদনা তুঙ্গে...

SRK arrive in Kolkata: কেকেআর এর খেলা মানেই যেই মানুষটা, তাঁর অপেক্ষায় ছিল বাঙালি। তাঁকে না দেখা গেলে, তাঁর উপস্থিতি না থাকলে বেগুনি জার্সির খেলা জমবে না, সেই মানুষটির অপেক্ষায় প্রহর গুনছিলেন তাঁর ভক্তরা। তিনি আর কেউ না, বরং শাহরুখ খান।

SRK arrive in Kolkata: কেকেআর এর খেলা মানেই যেই মানুষটা, তাঁর অপেক্ষায় ছিল বাঙালি। তাঁকে না দেখা গেলে, তাঁর উপস্থিতি না থাকলে বেগুনি জার্সির খেলা জমবে না, সেই মানুষটির অপেক্ষায় প্রহর গুনছিলেন তাঁর ভক্তরা। তিনি আর কেউ না, বরং শাহরুখ খান।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
srk arrive for tommorow's match kkr vs rcb

Shah Rukh Khan-Kolkata: কলকাতায় পা রাখলেন শাহরুখ Photograph: (Instagram)

SRK arrive in Kolkata:  গতবছরের চ্যাম্পিয়ন দল কেকেআর এবছরের আইপিএল এর প্রথম ম্যাচের হোস্ট। আগামীকাল খেলার মাঠের বিখ্যাত ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে কেকেআর বনাম আরসিবিএর প্রথম ম্যাচ। শেষ কিছুদিন ধরেই শহরের বুকে সাজ সাজ রব। তাঁর থেকেও বড় কথা, দিন দুয়েক আগে যখন বিরাট কোহলি কলকাতায় এলেন, তখন থেকেই যেন ক্রিকেট প্রেমীদের উন্মাদনা তুঙ্গে।

Advertisment

আগামীকাল যে অসাধারণ ওপেনিং ম্যাচ হতে চলেছে, তাঁর জন্য রয়েছে দারুণ সব আয়োজন। একে তো প্রথম ম্যাচ, তাঁর সঙ্গে শহরের বুকেই কেকেআর এর খেলা, এবং আরসিবি খেলবে তাঁদের বিপরীতে, সব মিলিয়ে এক উন্মাদনা তুঙ্গে। তাঁর সঙ্গে সঙ্গে যেহেতু ওপেনিং সেরেমনি, তাই নিদারুণ কিছু ঝলক যে মিলবে সেকথা বলাই যায়। তাঁর কারণ, আগামীকাল পারফরমেন্সের পর পারফরমেন্স থাকবে নামকরা সব তারকার।

ইডেনের মাঠে আগামীকাল পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল। করণ আহুজলা, এবং দিশা পাটানী। আজ বেলা গড়াতেই শ্রেয়া ঘোষাল এসে উপস্থিত হন কলকাতা বিমানবন্দরে। তাঁর সঙ্গে সঙ্গে দিশাও হাজির হন। কিন্তু, কেকেআর এর খেলা মানেই যেই মানুষটা, তাঁর অপেক্ষায় ছিল বাঙালি। তাঁকে না দেখা গেলে, তাঁর উপস্থিতি না থাকলে বেগুনি জার্সির খেলা জমবে না, সেই মানুষটির অপেক্ষায় প্রহর গুনছিলেন তাঁর ভক্তরা। তিনি আর কেউ না, বরং শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স এর কর্ণধার শুধু তিনি নন, আপামর বাঙালির বেশ প্রিয় মানুষ তিনি। তাই তো, কলকাতা যখন অল্প বৃষ্টিতে ভিজছে, সকলের মন ভাল করে দিলেন তিনি।

Advertisment

পাঠানের ঘরের পার্টি, আর তিনি আসবেন না? কলকাতা বিমান বন্দরে এসে নামলেন শাহরুখ খান। কিং খানকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল দেখার মত। সাদা রঙের টিশার্ট, সঙ্গে হাফ জিন্সের জ্যাকেট, বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি সকলের উদ্দেশ্যে হাত নাড়লেন, ফ্লাইং কিস দিলেন। সকলকে আগাম সাধুবাদ জানালেন তিনি। সকলের মন যেন এক নিমেষেই ভাল হয়ে গেল। জল্পনা তুঙ্গে ছিল, তিনি আসবেন না আসবেন না? কিন্তু, সকলকে চমকে দিয়েই তিনি এলেন। যেন ঘরের ছেলে ঘরে ফিরলেন।

প্রসঙ্গে, যদিও বা এবছর কলকাতার দলে শ্রেয়াস আইয়ার নেই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির স্টার প্লেয়ার বরুণ চক্রবর্তী রয়েছেন সেই দলে। বিরাট তাঁকে চকমা দিতে পারেন কিনা সেটাই দেখার।

Bollywood Actor KKR shah-rukh-khan bollywood Eden Gardens RCB