/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/srk-1.jpg)
চিন্তিত শাহরুখ
এত বয়স, তাও অমিতাভকে টেক্কা দিতে পারছেন না শাহরুখ! কিং খানকে এক তুরিতেই বাজিমাৎ অমিতাভের। প্রকাশ্যে আনলেন সেই গল্প।
মাত্র আর ১২ দিন, রিলিজ করবে 'জওয়ান'। ফের #asksrk শুরু করেছেন শাহরুখ। এটিই যেন তাঁর অনুরাগীদের সবচেয়ে পছন্দের সময়। তারা শাহরুখকে যা নয় তাই জিজ্ঞেস করেন। আর কিং খান, সেগুলির মজার মজার উত্তর দেন। এবারও, ব্যতিক্রম নয়। অনুরাগীদের প্রশ্নের যা সব উত্তর দিচ্ছেন তিনি। তারমধ্যে, উঠল অমিতাভের কথা।
আরও পড়ুন - ‘কোয়েল আমার সঙ্গে ঘুমিয়ে দেখেছিল…’, জিৎ এর কথায় রেগে আগুন অভিনেত্রী!
শাহরুখকে এক ভক্ত বললেন, সিনিয়র বচ্চনকে নিয়ে কিছু বলুন। 'ডন-৩' এর ঘোষণা হওয়ার আগে থেকেই অনুরাগীরা চেয়েছিলেন দুই ডন একসঙ্গে কাজ করুক। কিন্তু সেটি সম্ভব হয় নি। তবে, দীর্ঘদিন পর অমিতাভের সঙ্গে কাজ করেছেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে শাহরুখ বললেন, "আমি অনেকদিন পর বচ্চন সাহেবের সঙ্গে কাজ করলাম। শুটিং থেকে অনেক আশীর্বাদ নিয়ে ফিরেছি। আরেকটা কথা বলি, উনি আজও আমায় দৌড়ে হারিয়ে দিয়েছেন।"
It was soooooooo much fun to work with @SrBachchan after so many years. Came back from the shoot inspired and blessed. And just to let u know he beat me in the run!!!! https://t.co/hvXE6EMQIu
— Shah Rukh Khan (@iamsrk) August 26, 2023
আরও পড়ুন - ইউভান না খাচ্ছে না ঘুমাচ্ছে, ‘একটু ক্যালান তো..’, শুভশ্রীকে দুর্ধর্ষ উপায় দিলেন ‘অনিমেষ’ শাশ্বত!
শুধু কি বচ্চন সাহেব, বাড়ির আরেকজনকেও তিনি সামলাতে নারাজ। গৌরীকে নিয়ে সমস্যার শেষ নেই। বউকে এতবছর পরেও সামলাতে পারছেন না তিনি! এক ভক্ত বললেন, "আমার বউয়ের সঙ্গে জওয়ান দেখতে যাব, তবে ও আমায় সবসময় দেরি করিয়ে দেয়। শো টাইমে পৌঁছতে পারি না।" ব্যাস! বউয়ের কথা শুনেই চটলেন কিং খান। বলেন, "আর বউয়ের সমস্যা নিয়ে আমার কাছে আসবে না। আমি আমার জনকে সামলাতে পারছি না। আর তুমি তোমার সমস্যাও আমার ঘাড়ে দিচ্ছ?"
আরও পড়ুন - Pori Moni: ভাঙা গ্লাস, ব্যান্ডেজ… মন ভেঙে দুটুকরো, ভাল নেই পরীমণি?
Ok guys no more wife problem solving questions anymore!! Please!! Mujhse meri nahi sambhalti tum apni problems bhi mujh par daal rahe ho!!!! All wives please just go for #Jawan without stress https://t.co/SMQzeP89yS
— Shah Rukh Khan (@iamsrk) August 26, 2023
শাহরুখ গৌরীর সম্পর্ক যেন ঘুড়ি আর লাটাই। শাহরুখ, একসময় বলেছিলেন গৌরী তাঁকে মাই পেট ( আমার পোষ্য) বলে ডাকতেন। এমনকি বউয়ের কথা মতোই তিনি ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। কিন্তু এখন শুধুই জওয়ান ফিভার। ট্রেলার কবে বেরোবে সেও জানা নেই। ৭ তারিখ রিলিজ জওয়ানের। আলাদাই উত্তেজনা শাহরুখ অনুরাগীদের।