সলমন খানের বার্থডে পার্টিতে মাঝরাতে আচমকাই হাজির শাহরুখ খান। প্রতিবছরই ভাইজানের জীবনের বিশেষ দিনে তাঁকে সশরীরে শুভেচ্ছা জানাতে পৌঁছে যান কিং খান। এবারও তার অন্যথা হয়নি।
পানভেলের ফার্মহাউজে প্রতিবারের মতোই দেরি করে পৌঁছে যান শাহরুখ। তারকাখচিত হাইপ্রোফাইল পার্টিতে কিং খানের উপস্থিতি যেন উন্মাদনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল। জন্মদিনে ভাইজানকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে সেখানে কিছুক্ষণ সময়ও কাটান তিনি। তবে সলমন-শাহরুখ জুটি নজর কাড়ল পার্টি থেকে বেরনোর সময়ে।
ভাইজান নিজে থেকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন কিং খানকে। আর বন্ধুর এমন আচরণে মুগ্ধ হয়ে সলমনকে বুকে জড়িয়ে ধরে তাঁর কপালে চুমু এঁকে দিলেন বলিউড বাদশা। মিল দেখা গেল দুই তারকার পোশাকেও। সলমন-শাহরুখ দুজনের পোশাক-ই কালো। আর সেই মুহূর্তের ছবি-ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। একেবারে যেন করণ-অর্জুন জুটির ছোঁয়া।
[আরও পড়ুন: ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং শেষ, নাক ডেকে ঘুম অনুষ্কার, জাগাতে নাকাল ঝুলন গোস্বামী!]
প্রসঙ্গত, সলমন-শাহরুখের বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রির অনেকেরই জানা। দু’জনেই একে-অপরের একাধিক ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘকাল ধরেই পেশাগত সম্পর্কের পাশাপাশি বন্ধুত্বও সমানতালে বজায় রেখেছেন সলমন-শাহরুখ। বিপদে-আপদেও পাশে থাকেন। আরিয়ান খান মাদককাণ্ডের সময়ও শাহরুখ-গৌরীর পাশে থাকতে মন্নতে ছুটে গিয়েছিলেন সলমন। একে-অপরকে ‘ভাই’ বলেও সম্বোধন করেন। দুই তারকার বন্ধুত্ব দেখে ইন্ডাস্ট্রির সকলেই বাহবা দেন। এবার সোমবার রাতে সলমন খানের জন্মদিনের পার্টিতে গ্র্যান্ড এন্ট্রি নিলেন কিং খান।
ভাইজানের ৫৭তম জন্মদিন বলে কথা! বিশেষ আয়োজন তো হবেই। প্রতিবারের মতো এবারেও পানভেলের খামারবাড়িতে পরিবার-পরিজন, বন্ধুবান্ধবদের নিয়ে সোমবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছে সলমন খানের জন্মদিন পালন। আয়োজনের পুরোভাগে অবশ্যই বোন অর্পিতা শর্মা। হাইপ্রোফাইল এই পার্টিতে কে ছিলেন না? প্রায় অর্ধেক বলিউড-ই পানভেলে মোচ্ছ্ববে মাতোয়ারা। সলমন খানের জন্মদিনের পার্টিতে উপস্থিত হন সঙ্গীতা বিজলানি, তাব্বু, কার্তিক আরিয়ান, সুনীল শেট্টি , সোনাক্ষী সিনহা, রিতেশ দেশমুখ, পূজা হেগড়েরা।