প্রতিবছরই, দীপাবলি উপলক্ষে সেজে ওঠে শাহরুখ খানের বাড়ি মন্নত। এবারও তার ব্যতিক্রম নয়। যদিও এবার, দীপাবলির সঙ্গে রয়েছে শাহরুখের জন্মদিন। শনিবার অর্থাৎ ২ তারিখে ৫৯ তম জন্মদিন উপলক্ষে, বিরাট কিছু হতে চলেছে।
শাহরুখের জন্মদিন উপলক্ষে তার বাড়ির সামনে ভিড় করেন হাজার হাজার মানুষ। প্রায় দুদিন আগের রাত থেকেই, মন্নতের সামনে শাহরুখের ভক্তরা ভিড় করেন। শুধু কিং খান কে একবার দেখবেন বলে, তারা নিজেদের ঘুম উড়িয়ে, খাওয়াদাওয়ার পরোয়া না করেই সেখানে দাঁড়িয়ে থাকেন। আর শাহরুখ নিজেও তার ভক্তদেরকে, অপেক্ষা না করে রাত হতেই নেমে আসেন বাড়ির বারান্দায়।
কিন্তু শোনা যাচ্ছে এ বছর কিং খান জন্মদিন উপলক্ষে, মন্নাতে বিরাট কিছু আয়োজন হতে চলেছে। এবং সেই আমন্ত্রণ পত্র নিজে পাঠিয়েছেন গৌরী খান। বলিউডের অনেকে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত। কাদের কাদের নিমন্ত্রণ জানাবেন সেই সিদ্ধান্ত নিয়েছেন গৌরী এবং শাহরুখ নিজেই। তাই দু তারিখে সন্ধ্যা বেলা এক বিরাট উৎসব দেখলে চলেছে গোটা বলিউড।
দীপাবলির সাথে তাঁর জন্মদিন উপলক্ষে যে বিরাট উৎসব আয়োজন করা হয়েছে, সে প্রসঙ্গে এক সূত্র জানিয়েছে... " শাহরুখ খান এবং এবং গৌরী নিজের দায়িত্বে অতিথিদের কাছে আমন্ত্রণ পাঠিয়েছেন। আশা করা যাচ্ছে প্রায় ২৫০ জনের ওপর, আমন্ত্রিত কিং খানের জন্মদিনে আসতে চলেছেন।" সে তালিকায় কে কে রয়েছেন?
জানা গেছে রণবীর সিং থেকে, সাইফ আলী খান, করিনা কাপুর খান, এটলি, ফারা খান, জোয়া আক্তার, কারিশ্মা কাপুর, কারণ জোহর, আলিয়া ভাট আরও অনেকে রয়েছেন। এছাড়াও তার মেয়ের বন্ধুদেরও অনেকেই আসতে চলেছেন। যাদের মধ্যে, অনন্যা পান্ডে, শানায়া কাপুর, এরা উল্লেখযোগ্য।
প্রসঙ্গে, শাহরুখ ডানকি রিলিজ করার পর, কিছুদিন বিরতি নিয়েছেন। জানা যাচ্ছে, মেয়ের সঙ্গে সুজয় ঘোষের পরবর্তী ছবি কিং এ দেখা যাচ্ছে তাঁকে।