/indian-express-bangla/media/media_files/2025/11/02/cats-2025-11-02-11-51-59.jpg)
শাহরুখের জন্মদিন
Shah Rukh Khan Birthday Highlights
বলিউড সুপারস্টার শাহরুখ খান উদযাপন করছেন তাঁর ৬০তম জন্মদিন। ভক্ত ও সহকর্মীরা ‘কিং খান’-এর জন্য সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ও শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন। মুক্তি পেল পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন ছবির কিং-এর প্রথম ঝলক।
- Nov 02, 2025 16:19 IST
SRK Mannat: অপেক্ষার অবসান, মন্নতের বারান্দায় এলেন শাহরুখ
অপেক্ষার অবসান ঘটিয়ে মন্নতের বারান্দায় এলেন শাহরুখ খান। ভক্তদের উপচে পড়া ভিড়। প্রিয় নায়ককে দেখে আনন্দের জোয়ারে ভাসছে অনুরাগীরা।
- Nov 02, 2025 16:14 IST
SRK Fan: কাউন্টডাউন শুরু, কখন মন্নতের বাইরে আইকনিক পোজে ভক্তদের দেখা দেবেন শাহরুখ? ৬০-এর জন্মদিনে রয়েছে আরও চমক
ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, এবার শুধু রাস্তার ধারেই ভক্তসমাগম হবে না। বরং অনুরাগীদের সঙ্গে সাক্ষাতের একটি বিশেষ বন্দোবস্ত করেছেন শাহরুখ। নির্দিষ্ট পাসের বিনিময়ে বিকেল চারটের সময় কিছু সংখ্যক ভক্ত শাহরুখের সঙ্গে বার্থডে সেলিব্রেশনে সামিল হতে পারবেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নেই।
- Nov 02, 2025 13:23 IST
Mamata Banerjee-SRK Birthday: 'অসাধারণ প্রতিভা ও ক্যারিশ্মা দিয়ে...', শাহরুখের ৬০তম জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার
Shah Rukh khan Birthday: বলিউডে এখন সাজ সাজ রব। কারণ ৬০-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সম্প্রতি 'দ্য ব্যাস্টার্ডস অব বলিউড'-তে ক্যামিও ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। রবিবাসরীয় জন্মদিন উদযাপনে মেতেছেন কিং খান। এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমার ভাই শাহরুখ খানকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা! তোমার অসাধারণ প্রতিভা ও ক্যারিশ্মা দিয়ে আরও বহু বছর ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করো। @iamsrk।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us