Advertisment
Presenting Partner
Desktop GIF

Shah Rukh Khan Birthday: নারীপ্রেমে বুঁদ কিন্তু পুরুষ প্রজাতিকে ছিঃ ছিঃ, কেন এত মহিলাদের মাঝে বাঁচার ইচ্ছে শাহরুখের?

SRK birthday: তাঁর সহ অভিনেত্রী প্রীতি জিনতার কাছেই খোলসা করেছিলেন তিনি একথা। শাহরুখের নারীদের প্রতি ভালবাসার কথা অনেকেই জানেন। সেরকম ভেবেই তিনি প্রশ্ন করেছিলেন, কেন এত মেয়েদের জন্য ভালবাসা কাজ করে তাঁর?

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
shah rukh khan unknwon facts

SRK Unknown Facts: কেন এত নারীসঙ্গ পছন্দ তাঁর?

শাহরুখ খান যে বর্তমান প্রজন্মের কাছে একজন বিশ্বসেরা অভিনেতা, এই নিয়ে দ্বিতীয় কোনও দ্বন্দ্বের প্রয়োজনই রাখেন না সারা পৃথিবী জুড়ে তাঁর ভক্তরা। আর আজ সেই মানুষটার জন্মদিন। মন্নতের বাইরে ভক্তদের ভিড়, তাঁদের পছন্দের মানুষটিকে একবার দেখার ইচ্ছে বরাবরই যেন শাহরুখকে সকলের থেকে আলাদা তৈরি করে এসেছে।

Advertisment

শাহরুখের জন্মদিন মানেই দেশজুড়ে তাঁর ভক্তদের মধ্যে এক আলাদা উন্মাদনা। আর একথা অস্বীকার করার জায়গা নেই, যে শাহরুখ তাঁর ভক্তদের যেভাবে ভালবাসেন এবং শ্রদ্ধা করেন, অনেক তারকা পারেন না। বিশেষ করে তাঁর নারী ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। নারী মহলে যেভাবে তাঁর জনপ্রিয়তা বেড়ে চলেছে...তবে, শাহরুখ একবার নিজেই জানিয়েছিলেন, মহিলাদের কেন এত পছন্দ তাঁর। নারী বেষ্টনীর মধ্যে থাকতে কেন পছন্দ করেন তিনি?

তাঁর সহ অভিনেত্রী প্রীতি জিনতার কাছেই খোলসা করেছিলেন তিনি একথা। শাহরুখের নারীদের প্রতি ভালবাসার কথা অনেকেই জানেন। সেরকম ভেবেই তিনি প্রশ্ন করেছিলেন, কেন এত মেয়েদের জন্য ভালবাসা কাজ করে তাঁর? উত্তরে শাহরুখ শুধু মেয়েদের ভালদিক বর্ণনা করলেন না, উল্টে পুরুষদের ছিঃ ছিঃ পর্যন্ত করলেন। অভিনেতার কথায়...

আরও পড়ুন  -   Ranveer Deepika Daughter name: মেয়ের নামের সঙ্গে জুড়ল দুজনের পদবীই, কন্যার সঙ্গে পরিচয় করালেন রণবীর-দীপিকা

"আমার মেয়েদের ভীষণ ভাল লাগে। আমি তাঁদের এত পছন্দ করি। আর ছেলেদের একদম না। পুরুষদের আমার একদম পছন্দ নয়। ওদের চুল পছন্দ না। ওদের আচরণ, শরীরী হাল হকিকত, ওদের দেখলে আমার ঘাম ঝড়ে। ওদের কিছুই আমার ভাল লাগে না। আমি চাই, আমি সারাজীবন মেয়েদের মধ্যেই থাকতে পারি।" কিন্তু মেয়েদের মধ্যে ভেসে থাকার কোনও আলাদা কারণ? শাহরুখের কথায়...

"মেয়েরা সচেতন হয়। তাঁরা ভালবাসা দিতে পারে। তাঁরা নরম হয়। তাঁরা সুন্দর, তাঁদের শুনতে ভাল লাগে। তাঁরা এত স্পেশ্যাল ফিল করাতে পারে। তাঁদের নিয়ে ভাবতেই ভাল লাগে। তাঁরা প্রত্যেকেই ভীষণ মিষ্টি। মানে, আমি জীবনের প্রতিটা স্তরে নানা মহিলা দেখেছি। মা থেকে মেয়ে পর্যন্ত। তাঁরা প্রত্যেকে ভীষণ ভাল। মাঝখানে, যতই বাবা কিংবা ছেলে আসুক, সেটা দাবি রাখে না। মেয়েদের সঙ্গে কারওর তুলনাই হয় না।" 

কিন্তু, অভিনেতা এমনও জানান তার মানে এই নয় যে মেয়েদের শারীরিক বিষয়ে তাঁর কোনও আগ্রহ আছে। এমনকি, তাঁর সকলের সঙ্গে সম্পর্ক বানানোর কোনও প্রয়োজনীয়তা নেই। অভিনেতা বলেন, "আমি শুধুই মেয়েদের ভালবাসি। সেটা, তাঁরা যেমনই হোক। আর আমি এই বিষয়টা লোকাই না, বরং প্রকাশ্যে বলি।"

উল্লেখ্য, এবছর শাহরুখ ৫৯ বছরে পদার্পণ করেছেন। সূত্রের মারফত জানা গিয়েছে, প্রায় ২৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

bollywood Bollywood Actor Shah Rukh khan SRK Birthday
Advertisment