New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/srk-3.jpg)
ছোট ছেলে আব্রামকে নিয়ে হাসপাতালে শাহরুখ
ছোট ছেলে আব্রামকে নিয়ে হাসপাতালে শাহরুখ
SRK-Abram Hospital: ১৫ জানুয়ারি মধ্যরাতে বাড়ি ঢুকে সইফের উপর হামলা চালায় শরিফুল। এই ঘটনার পর বিটাউনে আতঙ্কের ছায়া। হাইভোলটেজ সেলিব্রিটির বাড়িতে ঢুকে এমন ঘটনায় চিন্তিত তারকারা। হাসপাতাল থেকে সদ্য বাড়ি ফিরেছেন পতৌদি নবাব সইফ আলি খান। এরপরই হাসপাতালে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দি বলিউডের কিং।
ছোট ছেলে আব্রামকে নিয়ে হাসপাতালের বাইরে শাহরুখ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কপালে চিন্তার ভাঁজ শাহরুখ ভক্তদের। খান পরিবারে সব ঠিক আছে তো? সকলে সুস্থ আছেন তো? হ্যাঁ, শাহরুখের পরিবার নিরাপদেই আছে। আব্রামের দাঁতের চেক-আপের জন্য গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।
পাপারাৎজ্জিদের পেজ থেকে শেয়ার করা ভিডিও-তে দেখা যাচ্ছে শাহরুখের পরনে কালো ট্র্যাক স্যুট, কালো রঙের টুপি। আব্রাম পরেছিল কালো রঙের স্পোর্টস ড্রেস। ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বেরনোর সময় দেহরক্ষীরা তাঁর মাথায় ছাতা ধরে ছিলেন।
প্যাপেদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তও। আপকামিং মুভি 'কিং'-এ শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তাঁর একমাত্র মেয়ে সুহানা খান। এই ছবি ঘিরে শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে। শীঘ্রই কিং-র শ্যুটিংও শুরু হবে বলেই ইন্ডাস্ট্রির গুঞ্জন।
সিদ্ধার্থ আনন্দের নির্দেশনায় কাজ করবেন শাহরুখ-সুহানা। প্রথমবার বাবা-মেয়ের জুটিকে বড় পর্দায় দেখার যে উন্মাদনা শাহরুখ ভক্তদের তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই ছবিতে শাহরুখ-সুহানার সঙ্গে থাকছেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন। ভিলেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়াও রয়েছেন 'Munjya'খ্যাত অভিনেতা অভয় ভর্মা। মিডিয়া রিপোর্ট মোতাবেক, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন ফাহিম ফাজিল।
শাহরুখ নাকি এই ছবিতে একজন গ্যাংস্টার আর অভয়ের সঙ্গে রোম্যান্সে মাতবেন সুহানা। যদিও সিনেমার প্রেক্ষাপট নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, শুক্রবার রাতে মুম্বইয়ে IIFA-র প্রাক ইভেন্টে অংশ নিয়েছিলেন শাহরুখ খান ও কার্তিক আরিয়ান। দোসর দিলবর গার্ল নোরা ফতেহি।
IIFA-এর অফিসিয়াল পেজে শেয়ার করা হয়েছে অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত। জয়পুরে আগামী ৮ ও ৯ মার্চ IIFA অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান হবে। চলতি বছরে ২৫ তম IIFA-অনুষ্ঠানে প্রথমবার সঞ্চালকের আসনে থাকছেন কার্তিক। শাহরুখ কার্তিককে সঞ্চলনার টিপসও দিয়েছেন।