scorecardresearch

‘বিরক্তিকর একটা চরিত্র ছিল’, শাহরুখকে নিয়ে কেন এমন বললেন অর্জুন?

শাহরুখের সঙ্গে কাজ করেছেন অর্জুন, তারপরেও?

shah rukh khan, srk, srk om shanti om, om shanti om srk, srk bollywood, srk bollywood update, bollywood update news, shah rukh khan news, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর
শাহরুখ-অর্জুন

শাহরুখের সঙ্গে অর্জুন রামপালের সম্পর্ক বেশ সুন্দর। দুজনে একসঙ্গে যেমন কাজ করেছেন তেমনই একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা আছে যথেষ্ট। তবে, ওম শান্তি ওমে শাহরুখের চরিত্র একেবারেই পছন্দ হয়নি অর্জুনের।

খলনায়কের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছিলেন অর্জুন। আবার শাহরুখের ডবল রোল ছিল। তবে, ছবির দ্বিতীয় ভাগে যখন ওম কাপুর হিসেবে শাহরুখ ফিরে এলেন, তখন এই চরিত্র দেখে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন। অর্জুন রামপাল বলেন, “শাহরুখ যখন দ্বিতীয়বার জন্ম নিল ছবিতে, এত বিরক্তিকর লাগছিল এই চরিত্রটা। নেপটিজমের জলজ্যান্ত উদাহরণ যেন”।

আরও পড়ুন [ দুই রণবীরের জন্যই যত অশান্তি! আয়ুষ্মান খুরানা বাধ্য হয়েছিলেন অন্য পথ বেছে নিতে ]

দীর্ঘদিন কাজ করছেন বলিউডে। নানা ছবিতে তাঁর চরিত্র দাগ কেটেছে। শেষ তাকে দেখা গিয়েছে ধাকড় ছবিতে। যদিও, এই ছবি মুখ থুবড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেপটিজম নিয়ে, নানা সময় মুখ খুলেছিলেন যারা, তাঁদের মধ্যে অন্যতম অর্জুন। বললেন, যারা স্টারকিড, তাঁদের বাড়তি সুযোগ তো থাকবেই। কারণ, তাঁদের পরিবারের সকলকেই অনেকে চেনে। কিন্তু কোন পরিবারে জন্মাবো, এটা তো কেউ ঠিক করতে পারে না!

উল্লেখ্য, এই ছবিতেই ডেবিউ করেছিলেন দীপিকা পাডুকোন। ছবি হিট করলেও, গল্পের নিরিখে জায়গা করতে পারেনি শাহরুখের এই ছবি। বিশেষ করে জাতিস্মর প্রকৃতির এই ছবিকে নিয়ে মজা করেছিলেন অনেকেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shah rukh khan character in om shanti om irritating said by arjun rampal