/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/srk1.jpg)
শাহরুখ খানের 'জওয়ান'
'জওয়ান' ছবির ট্রেলার রিলিজের পর থেকেই শাহরুখের ফ্যান মোমেন্ট ক্রমশ বাড়ছে। অনুরাগীদের সঙ্গে ক্রমাগতই কথোপকথনে ব্যস্ত তিনি। পাঠান ছবির পরপরই যা কান্ড করছিলেন এবারও ব্যতিক্রম না।
শাহরুখের ছবির ট্রেলার আসার পর থেকেই উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা। তাদের বক্তব্য একটাই, বছরের দ্বিতীয় বড় ব্লকবাস্টার দিতে চলেছেন তিনি। একই অঙ্গে নানা রূপের ঝলক দেখিয়েছেন তিনি। টাক মাথা, ভয়ঙ্কর অ্যাকশনে মন ভরেছে দর্শকদের। কিন্তু, জওয়ান আমেজেই এমন এক কথা তিনি বললেন যাতে অবাক হতে হয়। দক্ষিণী মানুষ ছাড়া কাজ করছেন না কিং খান? কিন্তু কেন?
শাহরুখ খান বকে কথা। যার একটি নজরে তোলপাড় শুরু হয় বলিউডে তিনি নাকি কাজ করছেন দক্ষিণের মানুষদের সঙ্গে। তাও আবার লাগাতার বছর দুয়েক। বলাই বাহুল্য, দক্ষিণের ফ্যান হয়ে গিয়েছেন শাহরুখ। প্রকাশ্যে এক অনুরাগীকে জানালেন সেকথা। এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন, আপনি বলুন, সাউথের ভক্তদের আপনার কেমন লাগে? এর জবাবে কিং খান বলেন…
Right now working with an all south unit for two years I am myself a South Fan bro!! #Jawanhttps://t.co/1TUOcn0Rvf
— Shah Rukh Khan (@iamsrk) July 13, 2023
"আমি, গত দুবছর ধরে দক্ষিণের মানুষের সঙ্গে কাজ করেছি। আমি নিজে এখন সাউথের ফ্যান হয়ে গিয়েছি ভাই।" শাহরুখ, এর আগে চেন্নাই এক্সপ্রেস ছবিতে কাজ করেছিলেন অনেক দক্ষিণী অভিনেতাদের সঙ্গে। রজনীকান্তকে ট্রিবিউট জানিয়েছিলেন এই ছবিতে। তারপর, এই ছবিতে। পরিচালক থেকে নায়িকা, সহ অভিনেতা সকলেই দক্ষিণের পরিচিত মুখ। ফলেই শাহরুখের আনন্দের শেষ নেই।
আরও পড়ুন বলিউডে টাগ অফ ওয়ার, শাহরুখের সঙ্গে ‘পাঙ্গা’ নিতে প্রস্তুত বিবেক অগ্নিহোত্রী!
এমনিও এখন ইন্ডাস্ট্রিতে ট্রানজিশন চলছে। বলিউড থেকে সাউথ ইন্ডাস্ট্রি। তারকারা, ভিন্ন ভাষায়, ভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে বেজায় আনন্দিত। RRR হোক অথবা ব্রহ্মাস্ত্র কিংবা পাঠান, ভিন্ন ভাষায় রিলিজ করাতে অনেকেরই সুবিধা হয়েছে বেশ।