ইতিহাস গড়ল! প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে ভারতীয় মহিলা হকি টিম (India Women Hockey Team)। অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে উঠল শেষ চারে। আর টোকিও অলিম্পিকের ময়দানে দেশের কন্যাদের এহেন সাফল্যে মুগ্ধ শাহরু খান। অতঃপর মহিলা হকি টিমকে 'চাক দে ইন্ডিয়া' স্টাইলেই শুভেচ্ছা জানালেন 'কবীর' ওরফে শাহরুখ খান (Shah Rukh Khan)। আসলে ওই ছবিতে ভারতীয় মহিলা হকি টিমের কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন কিং খান। আর তাই এবারের অলিম্পিকে সাফল্য ধরা দিতেই আনন্দের জোয়ারে ভাসছেন অভিনেতা।
মহিলা হকি টিমের কাছে শাহরুখের আর্জি, "সোনা নিয়ে ফিরো।" আসলে, রানি রামপালের গোটা হকি টিমকে নিয়ে বাসে সেলফি তুলে শেয়ার করে কোচ শোয়ার্ড মারিন (Sjoerd Marijne) লিখেছিলেন, "সরি ফেমিলি! আমি আবার দেরি করে ফিরছি।" কারণ টিমকে ফাইনালে খেলতে হবে বলেই কোচের বাড়ি ফিরতে দেরি হবে। সেই সেলফিতে মহিলা বাহিনির সবার মুখে হাসি। চেহারায় উচ্ছ্বাস। আর তা দেখেই শাহরুখের টুইট, "দেরি করে ফিরলেও সমস্যা নেই। শুধু ফেরার সময় সোনা নিয়ে এসো কয়েক কোটি পরিবারের জন্য। এবার ধনতেরাসও পড়েছে ২ নভেম্বর।" সঙ্গে জুড়ে দিয়েছেন- "প্রাক্তন কোচ কবীর খান।"
<আরও পড়ুন: ইজরায়েলের জাতীয় সঙ্গীত ‘টুকে’ বলিউডি গান তৈরি! দেদার ট্রোলড অনু মালিক>
শাহরুখের টুইট দেখে আপ্লুত শোয়ার্ড মারিনও পাল্টা জবাব দিয়েছেন। লিখেছেন, "ধন্যবাদ এহেন ভালবাসা আর সমর্থনের জন্য। আমরা আবার সবটুকু উজার করে দেব।" আর টুইটের শেষে রসিকতা করতে ছাড়েননি মারিনও! মেনশন করে দিয়েছেন "আমি বাস্তবের কোচ।" আর ভারতীয় মহিলা হকি টিমের সাফল্যে শাহরুখ-মারিনের এহেন টুইটেই মশগুল নেটজনতারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন