/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/suhana.jpg)
suhana khan- কার সঙ্গে এতটা ঘনিষ্ঠ সুহানা?
শাহরুখ কণ্যার সঙ্গে এর আগে কোনও তারকার নাম না জড়ালেও প্রথম দিন থেকেই একজনকে নিয়ে নানা আলোচনা শোনা যায়। আর এবার দুজনকে এমনভাবেই দেখা গেল...
শাহরুখ কণ্যা সুহানা দ্যা আর্চিস ছবির মাধ্যমে নিজের অভিষেক ঘটিয়েছেন বলিপাড়ায়। যদিও, তাঁর অভিনয় একেবারেই মন জয় করেনি কারওর। উল্টে কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। নেপো কিড হিসেবে তকমাও পেয়েছেন তিনি। কিন্তু, সুহানা অভিনয়ের পাশাপাশি নানা ধরনের বিজ্ঞাপন পর্যন্ত করেন।
কিন্তু তাঁর নাম জড়িয়ে যায় যার সঙ্গে, তিনি আর কেউ না, বরং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। ইনিও দ্যা আর্চিস ছবির মাধ্যমেই নিজের কেরিয়ার শুরু করেন। জানা যাচ্ছে আগামীতে অনেক ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। এবার সুহানার সঙ্গে নাইট ক্লাবে তাঁকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যেতেই!
দুজনের অন্তরঙ্গতা নজর কেড়েছে। কেউ কেউ তো তাদের মধ্যে কী চলছে এটাও বোঝার চেষ্টা করলেন। কিন্তু এতই অন্ধকার এবং ধোঁয়া যে দেখাই সম্ভব হল না। আবার কেউ কেউ এমনও বললেন যে, এত আড়ালে দাঁড়িয়ে ছিলেন যে কী করছেন কিছুই তো বোঝা গেল না। তবে, এটুকু পরিষ্কার সুহানাকে কিছু একটা দেখাতে চাইছিলেন অগস্ত্য।
কিন্তু সুহানা নিজের খেয়ালে মত্ত। তিনি দিব্যি নেচে চলেছেন। জানা যাচ্ছে সেই সময় লন্ডনের একটি ক্লাবেই মত্ত ছিলেন দুই উঠতি তারকা। উল্লেখ্য, অনেকদিন যাবৎ সুহানা এবং অগস্ত্যকে নিয়ে চর্চা বলিপাড়ায়। অন্যদিকে শাহরুখ পুত্র আরিয়ান এবং অনন্যাও একসময় চর্চায় ছিলেন।