Advertisment

বাবার পয়সা ধ্বংস করছেন সুহানা! চ্যারিটি করতে গিয়েও ফ্যাসাদে শাহরুখ কন্যা...

মেয়েকে বিগড়ে দিচ্ছেন শাহরুখ, সুহানার কাণ্ডে হট্টগোল

author-image
IE Bangla Entertainment Desk
New Update
suhana khan, suhana khan news, suhana khan srk, suhana khan with srk, suhana khan news, suhana khan bollywood, suhana khan doing charity, shah rukh khan, SRK, সুহানা খান, সুহানা খান বলিউড, শাহরুখ কন্যা সুহানা, সুহানা খান নিউজ, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

সুহানা খান-শাহরুখ

ইন্ডাস্ট্রিতে চর্চা এমনই, যে সুপারস্টার হওয়ার পরেও শাহরুখ নিজে কিন্তু মারাত্মক উদার। মানুষের সঙ্গে ব্যবহার হোক অথবা, নানা কিছু, মানুষ হিসেবে তিনি নিপাট অন্যরকম। সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকের জন্যই।

Advertisment

এবার, বাবার মতই এমনই এক কান্ড ঘটালেন মেয়ে সুহানা খান নিজেও। যেমন, গরীব মানুষের সাহায্য করতে দেখা গেল সুহানাকে। মায়ের সঙ্গেই একটি জায়গায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরেন গরীব মানুষরা। হাসিমুখেই তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এবং তারপর...

নিজের ব্যাগ থেকেই টাকা দিতে দেখা গেল তাঁকে। তাও একবার না, বরং দুবার! অর্থের প্রয়োজন বলে কথা, গরীব মানুষটিকে নিরাশ করলেন না শাহরুখ কন্যা। বরং একবারের জায়গায় দুবার তাঁকে টাকা দিলেন। তিনিও প্রাণ ভরে আশীর্বাদ করলেন তাঁকে। ছোট্ট একটি বাচ্চা ছিল তাঁর সঙ্গে। সেও দৌড়ে এসেছিলেন একটু সাহায্যের আশায়।

কিন্তু, সাহায্য করেও বিপদেই পড়লেন সুহানা। যেহেতু সোশ্যাল মিডিয়ার থেকে আজকাল কিছুই লুকোয় না। সেকারণেই, সুহানার এই ভিডিও প্রকাশ্যে আসতেই রে রে করে উঠলেন একাংশ। তাঁদের কথায়, বাবা পয়সা কামাচ্ছে আর মেয়ে ওড়াচ্ছে। আবার কেউ বললেন, পয়সা দিতে গিয়ে ওমন আচরণ কেন? কিন্তু, সামাল দিলেন অন্যান্যরাই। তাঁরা বলছেন, টাকা দিলেও বিপদ আবার না দিলেও বিপদ। আবার কেউ বললেন, সব বাবা মা তাঁদের ছেলে মেয়েদের জন্য টাকা উপার্জন করেন, সুহানা ব্যতিক্রম নয়।

যদিও, একথা অজানা নয় যে কিছুদিন আগেই এক দামী ব্র্যান্ডের সঙ্গে যুরেছেন তিনি। রিলিজ করেছে প্রথম ছবি দ্যা আর্চিস। কানাঘুষো, খবর একটি নতুন ছবিতে সাইন করেছেন তিনি যাতে শাহরুখকে দেখা যাবে এক বিশেষ ভূমিকায়।

bollywood Entertainment News suhana khan SRK Birthday
Advertisment